অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী রবিবার ইরাকের উত্তরাঞ্চলে ইরবিলে পৌছান


A handout picture released by the Iraq prime minister's press office shows Iraqi Prime Minister Haidar al-Abadi, right, meeting with U.S. Secretary of Defense Ash Carter in Baghdad, Oct. 22, 2016.
A handout picture released by the Iraq prime minister's press office shows Iraqi Prime Minister Haidar al-Abadi, right, meeting with U.S. Secretary of Defense Ash Carter in Baghdad, Oct. 22, 2016.

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী অ্যাশ কার্টার রবিবার ইরাকের উত্তরাঞ্চলে ইরবিলে পৌছান। সেখানে তিনি কুর্দী নেতৃবৃন্দ এবং সামরিক কম্যান্ডারদের সঙ্গে সাক্ষাৎ করছেন। ইসলামিক স্টেট চরমপন্থীদের কাছ থেকে মসল শহর ফিরিয়ে নেওয়ার লক্ষ্যে লড়াইয়ে ওই নেতারা ও কম্যান্ডারা সংশ্লিষ্ট।

অঘোষিত ওই সফরে পৌছনোর পরপরই কার্টার কুর্দী নেতা মাসুদ বার্জানির সঙ্গে সাক্ষাৎ করেন। দেশের উত্তরাঞ্চলে প্রধানত স্বশাসিত কুর্দী অঞ্চলের প্রেসিডেন্ট হচ্ছেন বার্জানি।

কুর্দী পেশমের্গা বাহিনী, মসলের ঠিক উত্তর পূর্বাঞ্চলে কয়েকটি শহরের দিকে অগ্রসর হচ্ছে। তাদের লক্ষ্য হচ্ছে, অন্যান্য সেনারা যাতে মসলে প্রবেশ করতে পারে এবং ইসলামিক স্টেট যোদ্ধাদের হঠিয়ে দিতে পারে, সেই পথ প্রশস্ত করে দেওয়া। মসলে প্রায় ১০ লক্ষ অসামরিক লোকজনের বাস।

মসলের নিয়ন্ত্রণ নেওয়ার লড়াইয়ে তুরস্কের ভূমিকা নিয়েও কার্টার আলোচনা করবেন।

XS
SM
MD
LG