অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস আজ পদত্যাগ করেছেন


যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস আজ পদত্যাগ করছেন, তিনি বলেন প্রেসিডেন্ট ট্রাম্পের সংগে তাঁর দৃষ্টিভংগির সাজুয্য নেই। প্রেসিডেন্ট ট্রাম্প সিরিয়া থেকে সেনা প্রত্যাহার করাবেন এমন বার্তার একদিন পরেই প্রতিরক্ষামন্ত্রীর পদত্যাগের খবর প্রকাশিত হল। সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের বিষয়ে পেন্টাগণ বিপোরীত অবস্থান নিয়েছে। ওদিকে, ট্রাম বলেছেন, ম্যাটিস অবসর গ্রহণ করছেন তবে পেন্টাগনের কাছে ম্যাটিসের দেওয়া চিঠিতে তার পদত্যাগের উল্লেখ রয়েছে।

হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি স্যারা সেন্ডার্স বৃহস্পতিবার বলেন, "ট্রাম্প্র প্রশাসনের জন্য যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পদে তার যে দুবছর কাজ করার কথা তার মেয়াদ তিনি সম্পন্ন করেছেন। প্রেসিডন্টের সংগে তার কিছু মত পার্থক্য থাকলেও তাদের সম্পর্ক অত্যন্ত ভাল। প্রেসিডন্টের তার জাতীয় নিরাপত্তা দলের সংগে আলাপ আলোচনা করেন তবে সবশেষে প্রেসিডেন্টই সিদ্ধান্ত গ্রহণ করেন।"

XS
SM
MD
LG