অ্যাকসেসিবিলিটি লিংক

ব্যারেন্টস সাগরে যুক্তরাষ্ট্রের ৪টি ডেস্ট্রয়ার জাহাজ


১৯৮০ সালের পর এই প্রথম আর্কটিক বা সুমেরু অঞ্চলে নৌবাহিনীর নিরাপত্তার অংশ হিসাবে সোমবার, যুক্তরাষ্ট্র নৌবাহিনীর ৪টি ডেস্ট্রয়ার জাহাজ ব্যারেন্টস সাগরে প্রবেশ করেছেI বরফ আচ্ছাদিত সুমেরু অঞ্চলে যুক্তরাষ্ট্র সাধারণতঃ সাব মেরিন দিয়ে নজরদারি করে থাকেI ডেস্ট্রয়ার জাহাজ উএসএস ডোনাল্ড কুক, উএসএস পোর্টার, উএসএস রোসেভেল্ট এবং কমব্যাট সমন্বয়কারী উএসএনএস সাপ্লাই জাহাজগুলির নের্তৃত্ব দিচ্ছেন US 6TH FLEET 'র মহিলা কমান্ডার, ভাইস এডমিরাল লাইজা ফ্রানচেটিI

তিনি বলেন সুমেরু জলসীমায় যুদ্ধকালীন প্রস্তুতির লক্ষে ভিত্তি রচনায় এই অপারেশন হবে অত্যন্ত গুরুত্বপূর্ণI রাশিয়ার সঙ্গে কোনো ভুল বোঝাবুঝি এড়াতে রাশিয়ার প্রতিরক্ষা দপ্তরকে বিষয়টি জানানো হয়েছেI

XS
SM
MD
LG