যুক্তরাষ্ট্রের সব চেয়ে গোপনীয় জাতীয় নিরাপত্তার সংস্থা বা NSA বলছে যে লক্ষ লক্ষ ইউরোপীয় নাগরিকের টেলিফোনে কথা বার্তার রেকর্ড তারা সংগ্রহ করেছে এরকম রিপোর্ট সম্পুর্ণ ভুল।
সেনাবাহিনীর জেনারেল কিথ অ্যালেকজান্ডার মঙ্গলবার কংগ্রেসে বলেন যে ইউরোপীয় গোয়েন্দা সংস্থাগুলো ঐ সব তথ্য NSA কে দিয়েছে। অ্যালেকজান্ডার বলেন যে এ গুলো ব্যবহার করা হয়েছিল যুদ্ধ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ও ইউরোপীয় বাহিনীর এবং বাড়িতে নাগরিকদের সুরক্ষার জন্যে।
NSA প্রধান বলেন যে ইউরোপের সংবাদপত্রগুলো সাবেক গোয়েন্দা কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেনের , NSA থেকে চুরি করা নথিপত্রের ভুল ব্যাখ্যা দিয়েছে।
NSA যুক্তরাষ্ট্রের ফোনে রেকর্ড সংগ্রহ করেছে এবং বিশ্বের ৩৫ জন নেতা নেত্রীর ফোন যোগাযোগের ওপর নজরদারি করেছে এমন খবরে রাজনৈতিক মতবাদ নির্বিশেষে কোটি কোটি আমেরিকান ক্ষুব্ধ হয়েছেন।
তবে অ্যালেকজান্ডার বলছেন যে NSA যে ব্যাপক ভাবে বিশ্বব্যাপী টেলিফোন ও ইন্টারনেট ব্যবহারের উপাত্ত সংগ্রহ করেছে তাতে সাম্প্রতিক বছরে যুক্তরাষ্ট্রে ১৩টি সন্ত্রাসী ষড়যন্ত্র এবং ইউরোপে ২৫ টি ষড়যন্ত্র নষ্যাৎ করা সম্ভব হয়েছে।
সেনাবাহিনীর জেনারেল কিথ অ্যালেকজান্ডার মঙ্গলবার কংগ্রেসে বলেন যে ইউরোপীয় গোয়েন্দা সংস্থাগুলো ঐ সব তথ্য NSA কে দিয়েছে। অ্যালেকজান্ডার বলেন যে এ গুলো ব্যবহার করা হয়েছিল যুদ্ধ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ও ইউরোপীয় বাহিনীর এবং বাড়িতে নাগরিকদের সুরক্ষার জন্যে।
NSA প্রধান বলেন যে ইউরোপের সংবাদপত্রগুলো সাবেক গোয়েন্দা কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেনের , NSA থেকে চুরি করা নথিপত্রের ভুল ব্যাখ্যা দিয়েছে।
NSA যুক্তরাষ্ট্রের ফোনে রেকর্ড সংগ্রহ করেছে এবং বিশ্বের ৩৫ জন নেতা নেত্রীর ফোন যোগাযোগের ওপর নজরদারি করেছে এমন খবরে রাজনৈতিক মতবাদ নির্বিশেষে কোটি কোটি আমেরিকান ক্ষুব্ধ হয়েছেন।
তবে অ্যালেকজান্ডার বলছেন যে NSA যে ব্যাপক ভাবে বিশ্বব্যাপী টেলিফোন ও ইন্টারনেট ব্যবহারের উপাত্ত সংগ্রহ করেছে তাতে সাম্প্রতিক বছরে যুক্তরাষ্ট্রে ১৩টি সন্ত্রাসী ষড়যন্ত্র এবং ইউরোপে ২৫ টি ষড়যন্ত্র নষ্যাৎ করা সম্ভব হয়েছে।