অ্যাকসেসিবিলিটি লিংক

রুশ সেনা প্রত্যাহারের খবরে যুক্তরাষ্ট্র এখনো সন্দিহান 


রাশিয়ার সেনারা এক সপ্তাহব্যাপী মহড়া শেষে ইউক্রেইন ও ক্রাইমিয়া সীমান্ত থেকে সেনা প্রত্যাহারের যে ঘোষণা দিয়েছে, যুক্তরাষ্ট্র সে ব্যাপারে এখনো সন্দিহানI তারা জানান এর সদুত্তর এখনই পাওয়া যাবে না, কারণ এটা তাদের চল-চাতুরীও হতে পারেI

পেন্টাগন অবশ্য কিছু সেনা প্রত্যাহারের কথা স্বীকার করে, তবে জানায় বিপদের এখনো সমূহ ঝুঁকি রয়েছেI যুক্তরাষ্ট্র ও পশ্চিমি কর্মকর্তারা ২০১৪ সালের ক্রাইমিয়া দখলের পর, ইউক্রেইন সীমান্ত বরাবর রাশিয়ার সর্ববৃহৎ সেনা উপস্থিতি ও আনাগোনার ব্যাপারে বার বার উদ্বেগ প্রকাশ করেনI

রাশিয়া, ইউক্রেইনকে এই অঞ্চলে গোলযোগ সৃষ্টির জন্য দোষারোপ করেছেI সোমবার প্রেসিডেন্ট পুতিন, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোকে পূর্বাঞ্চলীয় ইউক্রেইনে কিয়েভের উষ্কানীমূলক তৎপরতার অভিযোগ করেনI

XS
SM
MD
LG