অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রের ড্রোন এবং আফগান বাহিনীর যৌথ অভিযানে ২৮ জন আই এস জঙ্গি নিহত


আজ আফগানিস্তানে কর্তৃপক্ষ বলছে যে পাকিস্তানের সীমান্তলগ্ন গোলযোগপূর্ণ পুর্বাঞ্চলীয় প্রদেশ নানগারহারে জাতীয় নিরাপত্তা বাহিনী এবং যুক্তরাষ্ট্রের ড্রোনের যৌথ অভিযানে ২৮ জন আই এস যোদ্ধা নিহত হয়। ঐ প্রদেশের আচিন ও বাটিকোট জেলায় রাতভর এই অভিযান চালানো হয়।

আচিন জেলার প্রধান হাজি গালিব , ভয়েস অফ আমেরিকাকে বলেন যে ঐ পার্বত্য জেলার দূর্গম অঞ্চলে আমেরিকার একটি মানুষ বিহীন বিমান ক্ষেপনাস্ত্র নিক্ষেপ করলে ১৬ জন দাঈশ অর্থাৎ আই এস জঙ্গি নিহত হয়।

প্রাদেশিক কর্মকর্তারা বলেন অন্য আরেক ঘটনায় নিকটবর্তী বাটিকোট জেলায় আফগান নিরাপত্তা বাহিনী রাতভর সংঘর্ষে ১২ জন আই এস যোদ্ধাকে হত্যা এবং আরও বহু লোককে আহত করেছে। তারা বলছে যে গুলি বিনিময়ের সময়ে দু জন অসামরিক লোক ও প্রাণ হারায়।

যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল মাইকেল লহর্ন এ কথা নিশ্চিত করেছেন যে শুক্রবার রাতে আএমরিকান বাহিনী আচিন জেলায় সন্ত্রাস বিরোধী অভিযান চালিয়েছে। তবে তিনি ভয়েস অফ আমেরিকাকে বলেন যে এই অভিযাআন পরিচালনার গোপনীয়তা রক্ষার জন্য তিনি বিস্তারিত আর কিছু জানাবেন না।

XS
SM
MD
LG