অ্যাকসেসিবিলিটি লিংক

প্রেসিডেন্ট বারাক ওবামা আগামি সপ্তাহ থেকে আনুষ্টানিকভাবে প্রথম প্রচার অভিযান শুরু করবেন


যুক্তরাষ্ট্রের নির্বাচনের সাম্প্রতিক খবর। ফক্স নিউজ সংবাদ মাধ্যম বলছে প্রেসিডেন্ট বারাক ওবামা আগামি সপ্তাহ থেকে আনুষ্টানিকভাবে প্রথম প্রচার অভিযান শুরু করবেন ওহায়ো এবং ভার্জেনিয়া রাজ্যে। গুরুত্বপূর্ণ রাজ্য দুটিতে তিনি ২০০৮ সালের নির্বাচনে জয় লাভ করেন।

ওদিকে নিউ ইয়র্ক টাইমস বলছে, মিট রম্নি রিপাবলিকান দলের কাছ থেকে এগিয়ে যাবার ইতিবচক সংকেত পেতে চলেছেন। দলের নেতারা মনে করেন সাধারণ নির্বাচন হচ্ছে বিরুপ মনোভাব ত্যাগ করে, এখন দলের প্রতি আনুগত্য প্রকাশের সময়।

এই লক্ষ্যকে সামনে রেখে নিউট গিংগ্রীজ রম্নিকে সাহায্যের জন্য এগিয়ে আসছেন। ওয়াশিংটন পোষ্ট বলেছ, গিংগ্রীজ আনুষ্টানিকভাবে এই প্রতিযোগীতা থেকে নাম প্রত্যাহার করার পর রম্নিকে সমর্থন দেবেন। গত সপ্তাহে রম্নি নিউ ইয়র্ক শহরের মেয়র রুডি জুলিয়ানী এবং টেক্সাসএর সাবেক গভর্নার রিক পেরীসহ আরো অনেকের সমর্থন লাভ করেন।

XS
SM
MD
LG