অ্যাকসেসিবিলিটি লিংক

নাগরিকদের কাবুল বিমানবন্দরে যেতে মানা করল যুক্তরাষ্ট্র দূতাবাস



ফাইল ছবি, কাবুল বিমানবন্দরে উদ্ধার ফ্লাইট ধরতে পরিবারের সদস্যরা প্লেনের দিকে এগিয়ে যাচ্ছেন, ২৪শে অগাস্ট, ২০২১ - এপি
ফাইল ছবি, কাবুল বিমানবন্দরে উদ্ধার ফ্লাইট ধরতে পরিবারের সদস্যরা প্লেনের দিকে এগিয়ে যাচ্ছেন, ২৪শে অগাস্ট, ২০২১ - এপি

পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইট মারফত বিবৃতিতে জানানো হয় যে, যুক্তরাষ্ট্রের দূতাবাস নিরাপত্তা জনিত হুমকির কারণে যুক্তরাষ্ট্রের নাগরিকদের বিমান বন্দরে না আসার এবং তারা যদি বিমান বন্দরের যে কোন ৪টি গেইটের কাছাকাছি থাকেন, তবে অবিলম্বে ওই স্থান ত্যাগ করার অনুরোধ জানিয়েছেI

প্রেস রিপোর্টে বলা হয়, একজন আত্মঘাতী বোমা হামলাকারীর আঘাতে ১৭০ জন আফগান নাগরিকের মৃত্যুর একদিন পর, এই হুঁশিয়ারি দেয়া হয়I যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা দপ্তর শুক্রবার জানায়, বৃহস্পতিবার কাবুল বিমান বন্দরের বাইরে এই হামলায় যুক্তরাষ্ট্রের ১৩ জন সেনা সদস্য নিহত হয়েছেনI

এক সংবাদ অবহিতকরণে পেন্টাগনের মুখমাত্র, জন কিরবি বলেন, যুক্তরাষ্ট্র মনে করে বিমান বন্দর লক্ষ্য করে আরো সুনির্দিষ্ট ও বিশ্বাসযোগ্য হুমকি রয়েছে এবং আমরা এর জন্য অবশ্যই প্রস্তুত রয়েছি এবং ভবিষ্যতে এ ধরণের হামলার আশংকা করছিI এ ধরণের নিরাপত্তা হুমকির কারণে আমেরিকান এবং বহু আফগান লোকজনের উদ্ধার প্রয়াস ব্যাহত হচ্ছেI

XS
SM
MD
LG