অ্যাকসেসিবিলিটি লিংক

রাশিয়ার বিরুদ্ধে ঢাকার সমর্থন চায় যুক্তরাষ্ট্র


জুয়েল রিফম্যান
জুয়েল রিফম্যান

সাবেক রুশ গুপ্তচর ও তার মেয়েকে হত্যা চেষ্টার অভিযোগে মস্কোর বিরুদ্ধে পদক্ষেপ নিতে বাংলাদেশকে পাশে চায় যুক্তরাষ্ট্র। ঢাকাস্থ মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স জুয়েল রিফম্যান বুধবার পররাষ্ট্র সচিব শহিদুল হকের সঙ্গে সাক্ষাৎ করে এই সমর্থন কামনা করেন। এর আগে বৃটেনের তরফে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের সমর্থন চাওয়া হয়েছে। বৃটেনের অন্য মিত্ররাও নানাভাবে ঢাকার সমর্থন চেয়েছেন।

ঘটনাটি তদন্তের দায়িত্ব পাওয়া রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থা-ওপিসিডব্লিউতে রাশিয়ার অনুরোধে নেদারল্যান্ডে বুধবার এক বিশেষ অধিবেশন হয়েছে। দ্য হেগে ওই অধিবেশন চলাকালে মার্কিন দূত ঢাকায় পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক করেন। ওপিসিডব্লিউর বর্তমান চেয়ারম্যান বাংলাদেশ। বৈঠকের বিষয়ে পররাষ্ট্র সচিব শহিদুল হক কোন মন্তব্য করতে রাজি হননি।

উল্লেখ্য, দুই দিন আগে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ. এইচ. মাহমুদ আলী মস্কোতে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এসব বিষয়ে কথাবার্তা বলেন।

please wait

No media source currently available

0:00 0:00:46 0:00

XS
SM
MD
LG