অ্যাকসেসিবিলিটি লিংক

রকেট হামলার পরেও কাবুলে উদ্ধার তৎপরতা অব্যাহত - হোয়াইট হাউজ


কাবুল বিমান বন্দরে উদ্ধার তৎপরতার অংশ হিসাবে যুক্তরাষ্ট্র বিমান বাহিনী উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে, ৩০শে অগাস্ট, ২০২১ - এএফপি
কাবুল বিমান বন্দরে উদ্ধার তৎপরতার অংশ হিসাবে যুক্তরাষ্ট্র বিমান বাহিনী উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে, ৩০শে অগাস্ট, ২০২১ - এএফপি

সোমবার হোয়াইট হাউজ থেকে জানানো হয় যে, রকেট হামলার পরেও বিমানবন্দরের উদ্ধার তৎপরতা অব্যাহত থাকেI প্রত্যক্ষদর্শীরা বেশ কয়েকটি রকেট হামলার কথা জানান, তবে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা রয়টার মাধ্যমকে জানান যে, ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থার মাধ্যমে তা প্রতিহত করা হয়েছেI


হোয়াইট হাউজ প্রেস সেক্রেটারি জেন সাকি ,এক বিবৃতিতে জানান, হামলার ব্যাপারে প্রেসিডেন্ট বাইডেনকে অবহিত করা হয়েছে এবং তিনি স্থলে আমাদের সেনাদের রক্ষার্থে যা কিছু করা প্রয়োজন তাতে অগ্রাধিকার দিতে কমান্ডারদের প্রয়াস দ্বিগুন করার নির্দেশ পুনর্ব্যক্ত করেছেনI


যুক্তরাষ্ট্র, মঙ্গলবার চূড়ান্ত সময়সীমার আগে এবং অবনতিকর নিরাপত্তা পরিস্থিতি যেখানে আত্মঘাতী হামলায় বিমানবন্দরের বাইরে অন্তত ১৬৯ জন আফগান নাগরিক ও যুক্তরাষ্ট্রের ১৩জন সেনা সদস্য প্রাণ হারান, তাদের উদ্ধার তৎপরতা সম্পন্ন করার প্রয়াস চালিয়ে যাচ্ছেI


যুক্তরাষ্ট্র সামরিক বাহিনী এছাড়াও, রবিবারের বিমান হামলায় সাধারণ নাগরিকের মৃত্যুর খবরের তদন্ত শুরু করেছেI সামরিক বাহিনী জানায়, হামিদ কারজাই বিমান বন্দরের প্রতি হুমকিস্বরূপ, এমন আসন্ন ইসলামিক স্টেট খোরাসানের হামলার হুমকি দূর করতে তারা সমর্থ হয়েছেI
.
সেন্টকম'র মুখপাত্র, ক্যাপ্টেন বিল উরবান বলেন, "সম্ভব্য যেকোন নিরাপরাধ জীবননাশে আমরা গভীরভাবে মর্মাহত হবো"I

XS
SM
MD
LG