অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্র সরকারের কাজকর্ম আংশিক বন্ধের চলছে তৃতীয় দিন


যুক্তরাষ্ট্র সরকারের কাজকর্ম যে আংশিক ভাবে বন্ধ হয়েছে তার আজ তৃতীয় দিন। অচল অবস্থা নিরসনের কোন আশু সমাধান দেখা যাচ্ছে না।

বুধবার সন্ধায় যুক্তরাষ্ট্র কংগ্রেসের নেতারা প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে প্রায় ১ ঘন্টা রুদ্ধদ্বার বৈঠকে মিলিত হন। কিন্তু বৈঠক থেকে বেরিয়ে তারা বলেন বাজেট অচলঅবস্থা, যে কারণে সরকারের কাজকর্ম বন্ধ হয়, তাতে কোন অগ্রগতি হয়নি।

প্রতিনিধি পরিষদের স্পিকার জন বেইনার বলেন প্রেসিডেন্ট ওবামা তাকে বলেছেন সরকারের কাজ কর্ম আবার শুরু করার জন্য তিনি তাদের সঙ্গে দরকষাকষি করবেন না। রিপাবলিকান বেইনার বলেন তিনি প্রেসিডেন্টকে বলেছেন মি ওবামার স্বাস্থ্য পরিষেবা কার্যক্রমের ন্যায্যতা সম্পর্কে আলোচনা করতে চান।

রিপাবলিকানরা চাইছে সরকারের অর্থায়নের সঙ্গে স্বাস্থ্য পরিষেবা কার্যক্রম বিলম্বিত বা অর্থায়ন না করাকে সংশ্লিষ্ট করতে।

বুধবার বৈঠক ব্যর্থ হওয়ায় অনেকে আশংকা করেন যে সরকারের কাজকর্ম বন্ধ থাকতে পারে অক্টবার মাসের মাঝামাঝি অবধি। ঋণ খেলাপি এড়ানোর জন্য ঋণের পরিমান বাড়ানোর চুড়ান্ত সময়সীমা এসে যাবে।
XS
SM
MD
LG