অ্যাকসেসিবিলিটি লিংক

বন্দুক সহিংসতার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে


Students from Harvest Collegiate High School stand in Washington Square Park on March 14, 2018 in New York to take part in a national walkout to protest gun violence, one month after the shooting in Parkland, Florida, in which 17 people were killed.
Students from Harvest Collegiate High School stand in Washington Square Park on March 14, 2018 in New York to take part in a national walkout to protest gun violence, one month after the shooting in Parkland, Florida, in which 17 people were killed.

আমেরিকার স্কুলগুলোতে বন্দুকের গুলিতে যে বহু শিক্ষার্থী নিহত হয়, সেই সহিংসতা মোকাবেলায় কংগ্রেসের অপারগতা এবং গত মাসে ফ্লোরিডার একটি হাই স্কুলে যে হত্যাকান্ড হয়, তার প্রতিবাদে, বুধবার যুক্তরাষ্ট্রে হাজার হাজার শিক্ষার্থী বেলা ১১টায় ক্লাস থেকে বেরিয়ে আসে।

ছাত্র ছাত্রীরা ১৭ মিনিট ধরে ওই প্রতিবাদ বিক্ষোভ করে। এক মাস আগে, ভ্যালেনটাইনস ডেতে, ফ্লোরিডা রাজ্যে মার্জোরি স্টোনম্যান ডাগলাস হাই স্কুলে ১৯বছর বয়স্ক এক বন্দুকধারী গুলি চালালে, ১৪জন শিক্ষার্থী ও তিন জন প্রাপ্ত বয়স্ক ব্যক্তি নিহত হন।

সংগঠকরা বলেন সারা দেশে প্রায় ৩০০০ স্কুল থেকে শিক্ষার্থীদের বেরোবার পরিকল্পনা করা হয়। এ ছাড়াও ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউস ও ক্যাপিটল ভবনের সামনে প্রতিবাদ বিক্ষোভ হয়।

ওয়াশিংটনে প্রতিনিধি পরিষদের সংখ্যালঘু ডেমোক্রাট দলের নেত্রী ন্যানসি পেলোসি প্রতিবাদকারীদের বলেন, “ক্যাপিটল ভবনের দোরগোড়ায় তোমাদের জরুরী আবেদন নিয়ে আসার জন্য ধন্যবাদ।”

XS
SM
MD
LG