অ্যাকসেসিবিলিটি লিংক

ট্রাম্প-মোদি ফোনালাপ: সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে ভারতকে আগের মতই সাহায্য করবে আমেরিকা


গত ৮ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডনাল্ড ট্রাম্পের জয়ের খবর শুনেই তাঁকে অভিনন্দন জানিয়ে ফোন করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার ভারতীয় সময় রাত সাড়ে ১১টায় ডনাল্ড ট্রাম্প ফোন করেছেন নরেন্দ্র মোদি'কে।

সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে ভারতকে আগের মতই সাহায্য করবে আমেরিকা, এই ভরসা মিলেছে ট্রাম্পের তরফ থেকে।

কিন্তু প্রশান্ত মহাসাগরীয় এলাকায় চীনের উদ্বেগজনক উপস্থিতি বা সন্ত্রাসবাদে পাকিস্তানের মদত নিয়ে কি ভাবছেন ট্রাম্প? ভারতের আরও উদ্বেগ, আমেরিকা কি ভারতীয় কর্মীদের জন্য অস্থায়ী ভিসা কমিয়ে দেবে? বা, এ দেশে যুক্তরাষ্ট্রের লগ্নি কমতে থাকবে না তো? ভারতের এই সব উদ্বেগ নিয়ে দুই রাষ্ট্রনায়কের কি কথাবার্তা হল, সে বিষয়ে বুধবার কিছু জানা যায়নি। কলকাতা থেকে গৌতম গুপ্ত।

XS
SM
MD
LG