অ্যাকসেসিবিলিটি লিংক

আগ্রাসন অনুভব করলে তীব্র প্রতিক্রিয়া জানাবে ইরান


শনিবার ইরান হুঁশিয়ার করে জানিয়েছে কোনও ধরনের আগ্রাসন অনুভব করলে তারা তীব্র প্রতিক্রিয়া জানাবে।ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্বাস মুসাভি সংবাদ মাধ্যমকে জানান, ইরানের কোনও সীমান্ত কেউ লংঘন করুক তারা তা চান না। মুসাভি আরও বলেন, যুক্তরাষ্ট্রের তরফ থেকে যেকোনো আগ্রাসন বা হুমকি ইরান দৃঢ়তার সঙ্গে মোকাবেলা করবে।

ব্রিটেনের মধ্যপ্রাচ্য বিষয়ক মন্ত্রী ইরানের কর্মকর্তাদের সঙ্গে বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলতে রবিবার তেহরান যাচ্ছেন। এন্দ্রু মরিসন ঐ অঞ্চলের বিদ্যমান উত্তেজনা জরুরী ভিত্তিতে হ্রাস করার আহ্বান জানাবেন। পারমাণবিক চুক্তি না মানার যে হুমকি ইরান দিয়েছে সেই বিষয়েও কথা বলবেন মরিসন ।

শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনালড ট্রাম্প এক টুইট বার্তায় জানান, আঘাত হানলে মৃতের সংখ্যা অন্তত ১৫০ হবে, এই তথ্য পাবার পর তিনি হামলার পরিকল্পনা বন্ধ করে দেন।ট্রাম্প বলেন, ইরানের বিরুদ্ধে অতিরিক্ত তীব্র নিষেধাজ্ঞা আরোপের অনুমোদন দেন তিনি।ইরানের পারমাণবিক কার্যক্রম নিয়ে ফের আলোচনায় বসতে সর্বোচ্চ চাপ প্রয়োগের পদক্ষেপ হিসেবে, এই অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে।

XS
SM
MD
LG