অ্যাকসেসিবিলিটি লিংক

জাতিসংঘে চীনের প্রভাবের প্রতি নজর রাখছে যুক্তরাষ্ট্র 


জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত, বুধবার কংগ্রেসকে পুনরায় নিশ্চিত করেছেন যে জাতিসংঘে চীনের তথাকথিত ক্ষতিকারক প্রভাবের প্রতি তিনি নজরদারি ও তা নিয়ন্ত্রণের প্রয়াস চালাচ্ছেনI

রাষ্ট্রদূত লিন্ডা টমাস গ্রিনফিল্ড, কংগ্রেসের বৈদেশিক বিষয় কমিটিতে বলেন, চীন জাতিসংঘে তার শক্তি প্রদর্শনে আগ্রাসী ও হুমকিসুলভ মনোভাব নিয়েছেI তিনি বলেন, বেইজিং বহুপাক্ষিক বিষয়ে স্বৈরাচারী মনোভাবও বৃদ্ধি করেছেI

রাষ্ট্রদূত গ্রিনফিল্ড, জাতিসংঘের তিনটি কারিগরিক সংস্থা, যেখানে তাদের নাগরিকদের আধিপত্য রয়েছে সেখানে বিভিন্ন তৎপরতা এবং দরিদ্র দেশগুলির ওপর কভিড ভ্যাকসিন কূটনীতির কথা উল্লেখ করেনI কংগ্রেসকে রাষ্ট্রদূত জানান, এসব তৎপরতার বিরুদ্ধে আমাদের ব্যবস্থা জোরদার করা হবেI রাষ্ট্রদূত গ্রিনফিল্ড, ট্রাম্প প্রশাসনের অধীনে যুক্তরাষ্ট্র জাতিসংঘে যে প্রভাব হারিয়েছিল, তা পুনরুদ্ধারে আইনপ্রণেতাদের প্রতি অনুরোধ জানানI

৪০ জনের বেশি আইনপ্রণেতা বর্ষীয়ান কূটনীতিককে জাতিসংঘে বাইডেন প্রশাসনের অগ্রাধিকার বিষয়ে ৪ ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করেনI তাদের অনেকেই শিনজিয়াং প্রদেশের ইউঘুরস মুসলমানদের বিরুদ্ধে চীনের দমন নীতি বিষয়ে উদ্বেগ প্রকাশ করেনI মানবাধিকার সংস্থাগুলি ১০ লক্ষের অধিক ইউঘুরস মুসলমানদের আটক শিবিরে পাঠানোর জন্য দোষারোপ করেছেI

XS
SM
MD
LG