অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্র কংগোকে আসন্ন নির্বাচনের জন্য ৩ কোটি ডলার দেওয়ার প্রস্তাব দিয়েছে


কংগো গণতান্ত্রিক প্রজাতন্ত্রে স্থিতিশীলতা ও গণতন্ত্র প্রতিষ্ঠার প্রচেষ্টায় আর্থিক সাহায্য দিতে যুক্রতরাষ্ট্র প্রস্তুত, কিন্তু যুক্তরাষ্ট্র এই আশ্বাস চায় যে প্রেসিডেন্ট জোসেফ কাবিলা তার বর্তমানের এই মেয়াদ শেষ হলে ক্ষমতা ছেড়ে দেবেন।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি রবিবার কিনশাসায় মি: কাবিলার সঙ্গে একান্তে বৈঠক করেন। তিনি প্রেসিডেন্টের প্রতি এই আহ্বান জানান যেন তিনি আসন্ন নির্বাচনে সংবিধান মেনে চলেন। সে দেশে সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট ২০১৬ সালে পর পর তৃতীয় মেয়াদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন না। তাৎক্ষনিক সেটা সুস্পষ্ট হয়নি যে প্রেসিডেন্ট তাতে রাজী হয়েছেন কিনা।

কেরি বলেছেন কংগোতে “স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য” নির্বাচনের জন্য যুক্তরাষ্ট্র ৩ কোটি ডলার দিতে প্রস্তুত।

পুর্বাঞ্চলের কিভু প্রদেশে মিলিশিয়া মোকাবেলায় কাবিলা সরকার যে কাজ করেছে তার জন্য কেরি সাধুবাদ জানান। তিনি বলেন ওবামা প্রশাসন জীবন যাপনের মান উন্নর করার জন্য সাহায্য করা অব্যাহত রাখবে।
XS
SM
MD
LG