অ্যাকসেসিবিলিটি লিংক

পররাষ্ট্রমন্ত্রী কেরী বলেছেন,জলবায়ু পরিবর্তন বিষয়ক সমাধান ইন্ধন নীতিতে রুপান্তরণ ঘটাচ্ছে


China APEC
China APEC

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরী আজ মঙ্গলবার বলেছেন- ব্যাপক-বিস্তৃত আন্ত:প্রশান্ত মহাসাগরীয় চুক্তির ব্যাপারে ১২ জাতিগোষ্ঠীর মধ্যে যে নিস্পত্তি আলোচনা চলছে এখন তাতে চূড়ান্ত রফা অভিমুখে বেশ ভালো অগ্রগতি হয়েছে।বলেন, তবে কিছু কিছু ব্যাপারে খুঁটিনাটি কাজকর্ম এখনো কিছু বাকি রয়ে গিয়েছে।

তিনি কথা বলছিলেন সিঙ্গাপুরে, সফরকালে। অভীষ্ট লক্ষ বিষয়ে বেশ কিছু দিক নিয়ে আলোচনা করেন তিনি। বলেন- এতে সংশ্লিষ্ট দেশগুলোর জন্যে যে কেবল অর্থনৈতিক সুযোগ-সুবিধেই বাড়বে তা নয়- সূশাষন,স্বচ্ছতা এবং জবাবদিহিতা জোরদার করার ব্যাপারে মদত মিলবে এতে করে।বেশ ক’ বছর ধরেই কথাবার্তা চলে আসছিলো এবং এই গেলো সপ্তাহেও বানিজ্য মন্ত্রীরা হোয়াইয়ে তাঁদের আলোচনায় চূড়ান্ত কোনো নিস্পত্তির ব্যাপারে একমত হতে পারেন নি।এটা সম্পন্ন হয়ে গেলে তথাকথিত এই আন্ত:প্রশান্ত মহাসাগরীয় শরিকানার বানিজ্য রফা গোটা বিশ্ব বানিজ্যের চল্লিশ শতাংশকে প্রভাবিত করবে।কেরী বলেন- এই শরিকানা সম্পর্কের বানিজ্য রফায় আন্তর্জাতিক শ্রম ও পরিবেশ মানদন্ড উন্নততরো করার বিধান থাকবে এবং তাতে সার্বিক মানদন্ড আরো উন্নততর হবে – রাষ্ট্র মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানগুলো অসরকারী খাতের সঙ্গে ন্যায়ানুগ পন্থায় প্রতিযোগীতা করতে পারবে এবং অপ্রাপ্ত বয়স্ক শ্রমিক নিয়োগ বা অনিরাপদ কর্মস্থল ব্যবহার করা থেকে ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে তা নিবৃত্ত করতে পারবে।যুক্তরাষ্ট্রের বিদ্যুত কারখানাগুলো থেকে কার্বন উদ্গীরণ হ্রাস করা নিয়ে প্রেসিডেন্ট বারাক ওবামার নতুন পরিকল্পনা নিয়েও কথা বলেন কেরী- বলেন,জলবায়ু পরিবর্তন বিষয়ক সমাধান ইন্ধন নীতিতে রুপান্তরণ ঘটাচ্ছে এবং এরই ভেতর বিপুল অর্থনৈতিক সুযোগ সুবিধে নিহিত রয়েছে।

XS
SM
MD
LG