উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ উদ্যোগে যে সামরিক মহড়া শুরু হয়েছে তার বিরুদ্ধে নির্মম পাল্টা আঘাত হানবে বলে সতর্ক করেছে।
মঙ্গলবার উত্তর কোরিয়ার সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, ক্ষমাহীন এবং কোঠার হস্তে তারা যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ার পালটা জবাব দেবে।
সোমবার থেকে কোরিয়া উপদ্বীপে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ উদ্যোগে ১০ দিনের সামরিক মহড়া শুরু হয়েছে।