অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন পারমাণবিক নিরস্ত্রীকরণে অগ্রগতি হওয়া পর্যন্ত উত্তর কোরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা বলবৎ থাকবে


যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস বলেছেন উত্তর কোরিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে যদি পিয়ংইয়ং তাদের পারমাণবিক কার্যক্রম ভেঙ্গে দেওয়ার লক্ষ্যে বাস্তবিক পদক্ষেপ গ্রহণ করে।

রবিবার সিঙ্গাপুরে তাঁর সফর শেষে ম্যাটিস বলেন “আমরা উত্তর কোরিয়ার বিরুদ্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নেওয়া প্রস্তাব বাস্তবায়ন অব্যাহত রাখবো।” তিনি বলেন “উত্তর কোরিয়া শুধু তখনই পরিএ্রাণ পাবে যখন তারা যাচাইযোগ্য এবং পরিবর্তন করা যাবে না সে রকম পারমাণবিক নিরস্ত্রীকরণের প্রমান দেখাবে।”

আমেরিকার প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এর মধ্যে আসন্ন শীর্ষ সম্মেলনের আগে প্রস্তুতিতে, যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার কর্মকর্তারা আলোচনা করেন। ১২ই জুন সিঙ্গাপুরে শীর্ষ সম্মেলন হওয়ার কথা।

XS
SM
MD
LG