অ্যাকসেসিবিলিটি লিংক

কাউকে না জানিয়ে চুপিসারে যুক্তরাষ্ট্র সেনাদের বাগরাম ঘাঁটি ত্যাগ 


A member of the Afghan security forces walks in the sprawling Bagram air base after the American military departed, in Parwan province north of Kabul, Afghanistan, Monday, July 5, 2021. The U.S. left Afghanistan's Bagram Airfield after nearly 20…
A member of the Afghan security forces walks in the sprawling Bagram air base after the American military departed, in Parwan province north of Kabul, Afghanistan, Monday, July 5, 2021. The U.S. left Afghanistan's Bagram Airfield after nearly 20…

আফগান সামরিক কর্মকর্তারা জানান, প্রায় ২০ বছর ধরে বাগরাম বিমান ঘাঁটিটি ব্যবহারের পর, যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী, এমনকি ঘাঁটিটির নুতন কমান্ডারকে কিছু না জানিয়ে বিদ্যুৎ লাইন নিভিয়ে, রাতের আঁধারে ঘাঁটিটি ছেড়ে চলে যায়I নুতন কমান্ডার তাদের ঘাঁটি থেকে চলে যাওয়ার বিষয়টি ত্যাগ করার মাত্র দু ঘন্টা আগে জেনেছিলেনI

আফগান সেনাদের সোমবার ঘাঁটিটি দেখানো হয়, তখনি শুধু তারা ঘাঁটিটি এক ঝলক দেখার সুযোগ পান, যে ঘাঁটিটি ছিল তালিবানদের পরাস্ত করতে এবং যুক্তরাষ্ট্রের ওপরে ১১ই সেপ্টেম্বরের হামলাকারী, আল কাইদাকে খুঁজে পেতে যুক্তরাষ্ট্র অভিযানের মূল উপকেন্দ্রI

পেন্টাগনের পরিকল্পনা অনুযায়ী আগস্টের শেষে চূড়ান্ত প্রত্যাহারের আগে, যুক্তরাষ্ট্র শুক্রবার ঘোষণা করে যে, তারা সেদেশের বৃহত্তম ঘাঁটি থেকে প্রত্যাহার করে নিয়েছেI ঘাঁটিটির নুতন কমান্ডার, জেনারেল মীর আসাদুল্লাহ কোহিস্তানি বলেন, তাঁর কথায় "আমরা আমেরিকানদের বাগরাম ঘাঁটি ত্যাগ করার কিছু গুজব শুনতে পাই, পরে সকাল ৭টার মধ্যে তারা যে ঘাঁটিটি ত্যাগ করেছে, সে ব্যাপারে নিশ্চিত করা হয়"I

যুক্তরাষ্ট্রের সামরিক মুখপাত্র, কর্নেল সনি লেগেট, বহু আফগান সেনাদের পরিত্যক্ত ঘাঁটিতে থেকে যাওয়ার অভিযোগের বিষয়ে কিছু জানান নিI তিনি এক বিবৃতিতে জানান, আফগান নেতাদের সঙ্গে সমন্বয় ঘটিয়ে সেনাদের প্রত্যাহার করা হয়েছেI

আফগান সেনারা বিমান ঘাঁটিটির নিয়ন্ত্রণ গ্রহণের আগে, ছোট একটি লুটতরাজকারী সেনাদল ঘাঁটিতে অভিযান চালায় এবং তছ নছ করে, যাদেরকে প্রথমে তালিবান যোদ্ধা বলে ভাবা হয়েছিলI

(এপি)

ইতিমধ্যেই উত্তরাঞ্চলীয় আফগানিস্তানে একের পর এক শহর তালিবানদের নিয়ন্ত্রণে যেতে শুরু করেছেI বিগত কয়েক দিনে শত শত আফগান সেনা সীমান্ত অতিক্রম করে পার্শবর্তী দেশ, তাজিকিস্তানে আশ্রয় নিয়েছেI

XS
SM
MD
LG