অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম : সন্ত্রাসীরা ল্যাপটপ বোমার সম্ভাব্যতা যাচাই করে দেখছে


(L. Masina/VOA)
(L. Masina/VOA)

যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যমগুলো বলছে যে সন্ত্রাসী গোষ্ঠিগুলো এ রকম বিস্ফোরক পরীক্ষা করে দেখছে যা ল্যাপটপে লুকিয়ে রাখা যায় বিমান বন্দরগুলো প্রচলিত নিরাপত্তা স্ক্রিনিং যা ধরা যাবে না।

সি এন এন এবং সি বি এস বলছে যে গোয়েন্দা কর্মকর্তারা তাদের বলেছেন যে আলক্বায়দা এবং ইসলামিক স্টেটের জঙ্গিরা , ইলেক্ট্রনিক যন্ত্রপাতিতে বিস্ফোরক লুকোনোর নতুন পদ্ধতির উদ্ভব ঘটাতে চাইছে।

বার্তা সংগঠনটি বলছে গোয়েন্দা রিপোর্টের নতুন খবরে বলা হচ্ছে সন্ত্রাসী গোষ্ঠিগুলো , বিমান বন্দরের সর্বাধুনিক সাজ সরঞ্জাম পেয়েছে এবং তা দিয়ে পরীক্ষা করে দেখছে যে কিভাবে বিমানে ওঠার সময়ে বিস্ফোরক পদার্থ গোপন রাখা যায়। তারা বলছেন যে মধ্য প্রাচ্য এবং আফ্রিকার আটটি দেশের দশটি বিমান বন্দর থেকে যাত্রীদের র‍্যাপটা এবং অন্যান্য বৈদ্যুতিন যন্ত্রপাতি কেবিনে বহনের ব্যাপারে , ট্রাম্প প্রশাসন যে সাম্প্রতিক নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নিয়েছে তার পেছনে গোয়েন্দা বিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

XS
SM
MD
LG