অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী শান্তি আলোচনার জন্য ইসরায়েল গেছেন


U.S. Secretary of State John Kerry waves before his flight leaving Paris, March 31, 2014. Kerry broke from his travel schedule for the second time in a week to rush back to the Middle East on Monday to try to salvage Israeli-Palestinian peace talks. The U
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরী সোমবার ইস্রায়েল পৌছান। ফিলিস্তিনীদের সঙ্গে শান্তি আলোচনা যাতে ভেঙ্গে না যায়, যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিক, সেই প্রচেষ্টা চালাচ্ছেন।

এক সপ্তাহের কম সময়ের মধ্যে কেরী ওই অঞ্চলে এই দ্বিতীয়বার গেলেন। গত সপ্তাহে তিনি জর্ডানে যান ফিলিস্তিনী প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে আলোচনার জন্য।
XS
SM
MD
LG