অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্র কনসুলেটে মৃত্যুর ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে


লিবিয়ার কর্তৃপক্ষ বলেছে আমেরিকান কনসুলাটে যে হামলায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত নিহত হন, সেই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট কয়েক ব্যাক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

লিবিয়ায় আমেরিকান কনসুলাটে এক হামলায়, যুক্তরাষ্ট্রের দূত নিহত হওয়ার দুদিন পর, বৃহস্পতিবার মধ্যপ্রাচ্য ও দক্ষিণপুর্ব এশিয়ায় ব্যাপক আমেরিকান বিরোধী প্রতিবাদ বিক্ষোভ হচ্ছে। বিক্ষোভকারীরা ইসলামকে কটাক্ষ করে তৈরি একটি ছায়াছবির বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে।

ইয়েমেনের সানায় যুক্তরাষ্ট্রের দূতাবাসের চত্বরে শত শত মানুষ চড়াও হয়েছে।

ক্ষুব্ধ জনতা কূটনীতিকদের কয়েকটি গাড়িতে আগুন জালিয়ে দেয়। নিরাপত্তারক্ষীরা জল কামান ব্যবহার করে তাদের হটিয়ে দেওয়ার জন্য। কয়েকজন আহত হয়।

যুক্তরাষ্ট্রের তৈরি একটি ভিডিওতে হজরত মোহাম্মদকে যে অবমাননা করা হয়েছে তার বিরুদ্ধে কায়রো, তেহরান, বাগদাদ এবং ঢাকায় প্রতিবাদ বিক্ষোভ হয়। বাগদাদে বিক্ষোভকারীরা আমেরিকান পতাকা পোড়ায় এবং ইসরায়েল ও আমেরিকার বিরুদ্ধে স্লোগান দেয়।

য্ক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টান ভিডিওকে ন্যাক্কারজনক বলে আখ্যায়িত করেন। তিনি বলেন মনে হচ্ছে এর পেছনে একটা দুরভিসন্ধি রয়েছে। তিনি আরও বলেন ভিডিওর জবাবে সহিংসতারও কোন কারণ নেই।
XS
SM
MD
LG