অ্যাকসেসিবিলিটি লিংক

ইস্রাইলী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতনিয়াহূ বলছেন-জন কেরী,নিস্পত্তি আলোচনাকে ঐতিহাসিক অবস্থানে নিয়ে যেতে পারবেন


ইস্রাইলী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতনিয়াহূ বলছেন – ফিলিস্তিনীদের সঙ্গে শান্তি তিনি চান এবং যুক্তরাষ্ট্রের সফররত পররাষ্ট্রমন্ত্রী জন কেরী, ঐতিহাসিক একটা ঐকমত্য অর্জন করা যাবে, নিস্পত্তি আলোচনাকে সে অবস্থানে নিয়ে যেতে পারবেন, এটাই আশা করছেন তিনি । বুধবার জেরূজালেমে জন কেরীর সঙ্গে আলোচনার সময়টাতে তিনি এ মন্তব্য করেন । কেরী বলেন – নিস্পত্তি আলোচনায় সমস্যা – টেনশন থাকেই , তবে এসব সংশ্লিষ্ট পক্ষগুলো কাটিয়ে এগিয়ে যেতে পারবেন , তিনি তাই আশা করেন । বলেন লক্ষ হাসিলের জন্যে ইস্রাইলী – ফিলিস্তিনী দু’ পক্ষকেই সমঝোতা করতে হবে –দুরূহ সিদ্ধান্ত নিতে হ’তে পারে দু’তরফেই ।
বৃহস্পতিবার জন কেরীর,মাহমুদ আব্বাসের সঙ্গে কথা বলার কথা ।
XS
SM
MD
LG