অ্যাকসেসিবিলিটি লিংক

হেইলির মন্তব্য ‘বাস্তব বিচ্ছিন্ন’ এবং ‘অত্যন্ত বিপদজনক’-হানান আশরাওয়ী


US Mideast
US Mideast

জাতিসংঘ যুক্তরাষ্ট্র রাষ্ট্রদূত নিকি হেইলির বিরুদ্ধে ফিলিস্তিনি জ্যেষ্ঠ কর্মকর্তা হানান আশরাওয়ী অভিযোগ করেছেন যে নিকি ওয়াশিংটনকে সমর্থন দেওয়ার জন্য জাতিসংঘের সদস্যদের ভয় দেখাচ্ছেন । হেইলি গত বছর বলেছিলেন যে যুক্তরাষ্ট্র নজর রাখবে কোন কোন দেশ যুক্তরাষ্ট্রের ইচ্ছের বিরুদ্ধে ভোট দিচ্ছে। হেইলি জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদে বলেছেন হামাস এবং তাদের সমর্থক ইরানের প্ররোচনায় গাযা সীমান্তে সহিংসতার ঘটনা ঘটে।ঐ সহিংসতায় অন্তত ৬০ জন ফিলিস্তিনি বিক্ষোভকারী নিহত এবং কয়েকশো আহত হয়। কয়েক সপ্তাহ ধরে গাযায় ফিলিস্তিনিরা বিক্ষোভ করে আসছে। সোমবার যুক্তরাষ্ট্র তাদের দূতাবাস জেরুসালেমে উদ্বোধনের সময় এই বিক্ষোভ মারাত্মক আকার ধারণ করে। ভয়েস অফ এমেরিকার প্রতিবেদক Zlatika Hoke জানিয়েছেন বিস্তারিত। শোনাচ্ছেন সানজানা ফিরোজ।

please wait
Embed

No media source currently available

0:00 0:03:38 0:00

XS
SM
MD
LG