অ্যাকসেসিবিলিটি লিংক

কংগ্রেসের নিয়ন্ত্রণ পাওয়ার জন্য রিপাবলিকান-ডেমক্র্যাটদের তীব্র প্রতিদ্বন্দ্বিতা


যুক্তরাষ্ট্রের এই মধ্য মেয়াদি নির্বাচনে অনেকগুলো অঙ্গরাজ্যেই বিশেষ করে পুর্ব ও মধ্যপশ্চিমাঞ্চলের রাজ্যগুলোতে ভোট গ্রহণ শেষ হয়েছে। এই নির্বাচনে স্থির হবে কোন দল আগামি দু বছরের জন্য কংগ্রেসে নের্তৃত্ব দেবে।

প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসনের সব ক’টিতে ভোট হচ্ছে , সেনেটের ১০০ টি আসনের মধ্যে ৩৫টির জন্য ভোট হচ্ছে এবং রাজ্য দপ্তরগুলোর জন্যও ভোট গ্রহণ করা হচ্ছে।

প্রথমেই জানা গেছে ভার্মন্ট অঙ্গরাজ্যের নির্দলীয় সেনেটার বার্নি স্যান্ডার্স , আরো ছয় বছর মেয়াদের জন্য সেনেটে পুণঃনির্বাচিত হলেন। নির্দলীয় হলেও মনে হচ্ছে তিনি ডেমক্র্যাটদের পক্ষেই থাকবেন।

মনে করা হচ্ছে ভার্জিনিয়ার সেনেটর ডেমক্র্যাট টিম কেইন তাঁর আসনে পুননির্বাচিত হচ্ছেন।

প্রতিকুল আবহাওয়া সত্বেও ভোটদাতারা তাদের মতামত প্রকাশে প্রতিজ্ঞ ছিলেন। মঙ্গলবারের এই নির্বাচনে বিপুল সংখ্যায় ভোট পড়ার আগেই গত সপ্তায় আগাম ভোট গ্রহণে রেকর্ড সংখ্যক ভোটার তাঁদের ভোট প্রদান করেছেন।

এই নির্বাচনে প্রেসিডেন্ট ট্রাম্প কোন প্রার্থি নন তবে গোটা দেশে বহু ভোটদাতাই মনে করেন যে এই নির্বাচন হচ্ছে , তাঁর প্রথম দু বছর ক্ষমতায় থাকার সময় তাঁর কাজের উপর গণভোট।

নির্বাচন-পূর্ব জরিপে দেখা যাচ্ছে যে ডেমক্র্যাট ভোটাররা স্বাস্থ্য পরিচর্যা এবং অর্থনীতির বিষয়ে উদ্বিগ্ন এবং রিপাবলিকানদের মূল বিষয় হচ্ছে অর্থনীতি । ট্রাম্প অভিবাসনকে তাঁর নির্বাচনী প্রচার অভিযানের কেন্দ্র বিন্দু করেছেন । তিনি আশা করছেন যে সব ভোটদাতা মনস্থির করেননি , তাঁরা তাঁকে ভোট দেবেন।

রিপাবলিকানদের হাত থেকে প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ গ্রহণ করতে হলে ডেমক্র্যাটদের নিজেদের আসন অক্ষুন্ন রেখে আরও ২৩ টি আসনে জয় লাভ করতে হবে। আর সেনেটে রিপাবলিকানদের হাত থেকে দুটি আসন নিতে পারলে সেখানে ডেমক্র্যাটরা সংখ্যা গরিষ্ঠতা পাবে।

XS
SM
MD
LG