অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রের ৪৫০ জন সৈন্য কথিত আই এস জঙ্গিদের বিরুদ্ধে ইরাকি সেনাদের সহায়তা দেবে


ইরাককে ইসলামিক স্টেট জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ে সাহায্য করতে যুক্তরাষ্ট্রের সহায়তার পরবর্তী পদক্ষেপ শুরু হতে পারে ছয থেকে আট সপ্তার মধ্যে। পেন্টাগণ বলছে যে আনবার প্রদেশে ইরাক বাহিনীকে সহায়তা ও পরামর্শ দেওয়ার জন্য সাড়ে চার শ’ সেনা সদস্য সেখানে মোতায়েন করা হবে।

তারা রামাদি ও ফাল্লুজাহর মাঝামাঝি তাক্কাদুম সামরিক ঘাটি থেকে কাজ করবে। এই দুটি প্রধান শহরই এখন কথিত ইসলামি স্টেট গোষ্ঠি নিয়ন্ত্রণ করছে।

পেন্টাগণের মুখপাত্র কর্ণেল স্টিভ ওয়ারেন বলেন যে তাক্বাদ্দুমে , যুক্তরাষ্ট্রের বাহিনী ইরাকের অষ্টম সেনা ডিভিশনকে এ মর্মে পরামর্শ দেবে যে সর্বোত্তম কি ভাবে তাদের সেনা মোতায়েন করতে পারবে এবং লজিস্টিক্স ও গোয়েন্দা কার্যক্রম কি ভাবে উন্নত করা যায়। তারা ইরাকী সরকারের সঙ্গে সুন্নি উপজাতীয়দের ও সম্পৃক্ত করতে কাজ করবে যাতে বর্তমানে স্বঘোষিত ইসলামিক স্টেটের বিরুদ্ধে যুদ্ধরত সরকারী সৈন্যদের সঙ্গে সুন্নি মিলিয়াশিয়া ও যোগ দিতে পারে।

গতকাল হোয়াইট হাউজ এই মিশনের কথা ঘোষণা করে বলে যে প্রেসিডেন্ট বারাক ওবামা , ইরাকি প্রধানমন্ত্রী হায়দার আল আবাদির সঙ্গে এ ব্যাপারে পরামর্শ করেছেন এবং আরও সাহায্য করার ব্যাপারে মি আবাদির অনুরোধ ও ইচ্ছের সঙ্গে সামঞ্জস্য রেখেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।

XS
SM
MD
LG