অ্যাকসেসিবিলিটি লিংক

ইরাকে যুক্তরাষ্ট্রের সৈন্য ও দূতাবাসকে লক্ষ্য করে রকেট হামলা: প্রতিক্রিয়া


ইরাকের নিরাপত্তা সুত্রগুলো সুত্রগুলো জানিয়েছে, আজ বৃহষ্পতিবার ভোরে ইরাকের রাজধানীতে যুক্তরাষ্ট্রের দূতাবাসে অনেকগুলো রকেট নিক্ষেপ করা হয়। সাম্প্রতিক দিনগুলোতে  ইরাকে যুক্তরাষ্ট্রের সামরিক ও কুটনৈতিক স্থানগুলোর উপর উপর্যুপরি আক্রমণের এ ছিল সর্বসাম্প্রতিক ঘটনা । রকেটগুলো অবশ্য দূতাবাসে আঘাত হানতে পারেনি, বাগদাদের সুরক্ষিত গ্রীন জোনের অন্যত্র কোথাও গিয়ে পড়েছে।

ইরাকের নিরাপত্তা সুত্রগুলো সুত্রগুলো জানিয়েছে, আজ বৃহষ্পতিবার ভোরে ইরাকের রাজধানীতে যুক্তরাষ্ট্রের দূতাবাসে অনেকগুলো রকেট নিক্ষেপ করা হয়। সাম্প্রতিক দিনগুলোতে ইরাকে যুক্তরাষ্ট্রের সামরিক ও কুটনৈতিক স্থানগুলোর উপর উপর্যুপরি আক্রমণের এ ছিল সর্বসাম্প্রতিক ঘটনা । রকেটগুলো অবশ্য দূতাবাসে আঘাত হানতে পারেনি, বাগদাদের সুরক্ষিত গ্রীন জোনের অন্যত্র কোথাও গিয়ে পড়েছে। ইরাকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট বুধবার জানায় যে পশ্চিমের আনবার প্রদেশে , যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে ১৪ টি রকেট হামলা চালানো হয়।

জোটের মুখপাত্র, যুক্তরাষ্ট্রের সেনা কর্নেল ওয়েন মারোটো বলেন রকেটগুলো আয়েন আল সাদার বিমান ঘাঁটি এবং তার আশপাশে গিয়ে পড়ে এবং এতে দু ব্যক্তি সামান্য আঘাত পেয়েছে। ইরাকের প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র ইয়েহিয়া রসুল এই রকেট নিক্ষেপকে “সন্ত্রাসী আক্রমণ” বলে অভিহিত করেন এবং বলেন, “ ইরাকের শত্রুরা ভেতরে ঢুকেছে এবং দেশের নিরাপত্তা, সার্বভৌমত্ব এবং জনগণের সুরক্ষাকে লক্ষ্য করে এই সব আক্রমণ চালাচ্ছে”।

যুক্তরাষ্ট্রের সৈন্য ও সামরিক অবস্থানের উপর উপর্যুপরি হামলার জন্য যুক্তরাষ্ট্র ইরাক ও সিরিয়ায় তত্পর ইরান সমর্থিত মিলিশিয়াকে দায়ী করেছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস বুধবার সাংবাদিকদের বলেন ঐ সব আক্রমণ “এ রকম কথারই প্রতিনিধিত্ব করে যে ইরানের সমর্থনপুষ্ট মিলিশিয়া মূলত ইরাকের সার্বভৌমত্ব এবং স্থিতিশীলতার প্রতি হুমকি”। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীও পাল্টা জবাব হিসেবে ইরান-সমর্থিত মিলিশিয়ার অবস্থান লক্ষ্য করে বিমান আক্রমণ চালিয়েছে।

( এই প্রতিবেদনে এএফপি ও রয়টারের দেওয়া তথ্য অন্তর্ভুক্ত রয়েছে)

XS
SM
MD
LG