অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রের সামরিক উপদেষ্টার প্রথম দলের ইরাকে কাজ শুরু


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ইরাককে সুন্নি জঙ্গিদের উত্থান দমনে সাহায্য করতে যে ৩০০ সামরিক উপদেষ্টা পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন , তাদের প্রথম দলটি মূল্যায়ন মিশন শুরু করেছে।

পেন্টাগণের মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল জন কারবি বলছেন, ইরাকে যারা এরই মধ্যে কাজ করছে এমন চল্লিশ জনের সমন্বয়ে দুটি বিশেষ দল মঙ্গলবার তাদের কাজ শুরু করেছে।

তিনি আরও বলেন যে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বিমানে আরও নব্বই জনকে পাঠিয়েছে , যারা বাগদাদে একটি নতুন যৌথ তৎপরতা কেন্দ্র চালু করার লক্ষে এরই মধ্যে সেখানে গিয়ে পৌঁছেছে।

আগামী দিন কয়েকের মধ্যেই আরও চারটি টিম গিয়ে সেখানে পৌছুবে এবং এর ফলে সেখানে এই কাজে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সংখ্যা দাঁড়াবে দু শ’ তে।

ইরাকি সৈন্যরা যখন স্থলে দ্রুত অগ্রসরমান বিদ্রোহীদের মোকাবিলা করছে , তখণ নিরাপত্তা পরিস্থিতির ওপর আরও ভালো ভাবে নজর রাখার লক্ষে যুক্তরাষ্ট্র প্রতিদিন ৩০ থেকে ৩৫ টি বিমান ফ্লাইটের মাধ্যমে তাদের নজরদারী কাজ চালিয়ে যাচ্ছে।

আল ক্বায়দা থেকে বেরিয়ে আসা সুন্নি জঙ্গি গোষ্ঠি ISIL – এর অগ্রযাত্রা ইরাকে সংকট সৃষ্টি করেছে।
XS
SM
MD
LG