অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্র ও ভারতের অভিন্ন স্বার্থের বিষয়ে মোদী আস্থাবান


ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন তিনি এ বিষয়ে আস্থাবান যে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে মতৈক্য ক্রমেই বাড়ছে। মোদী প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে বৈঠকের প্রস্তুতি নিচ্ছেন।

ওয়াল স্ট্রিট জার্নালে মতামত প্রকাশ করে এক প্রতিবেদনে, মোদী, দু দেশের মধ্যে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও বর্ধিত দ্বিপাক্ষিক বানিজ্যের বিষয়ে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি প্রতিবেদনে লিখেছেন, “বৈশ্বিক অনিশ্চিত অর্থনৈতিক এক পটভূমিতে আমাদের দুটি দেশ, প্রবৃদ্ধি ও পরিবর্তন সাধনে একে অপরের সহায়ক।”

রবিবার, মোদী যুক্তরাষ্ট্রের ব্যবসা মহলের শীর্ষ নির্বাহী কর্মকর্তাগন এবং আমেরিকায় বসবাসরত বিশিষ্ট ভারতীয়দের সঙ্গে সাক্ষাৎ করেন। ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর যুক্তরাষ্ট্রে এটাই হচ্ছে মোদীর প্রথম সফর।

XS
SM
MD
LG