অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্র ও ইউরোপে শান্তি বিরাজ করলে গোটা বিশ্ব উপকৃত হয়- মাইক পেন্স


মিউনিক নিরাপত্তা সম্মেলনে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স বলেছেন, ইতাহাস এটি সত্যায়ন করবে যে যুক্তরাষ্ট্র ও ইউরোপে যখন শান্তি ও সমৃদ্ধি বিরাজ করে গোটা বিশ্ব তখন উপকৃত হয়।

তিনি বলেন আজ প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষ থেকে আমি এই প্রতিশ্রুতি দিচ্ছি; যুক্তরাষ্ট্র শক্তভাবে নেটোকে সমর্থন করে এবং তা অব্যহত রাখবে এই আন্তপ্রশান্ত মহাসাগরীয় জোটের প্রতি।

মাইক পেন্স বলেন, “যুক্তরাষ্ট্র ও ইউরোপের স্বার্থ পরস্পর সম্পৃক্ত; আমাদের মিত্রতাও অত্যন্ত মজবুত, যার স্বাক্ষর যুক্তরাষ্ট্র রেখেছে গত কয়েক শতাব্দী ধরে ইউরোপের প্রতি সহযোগীতার হাত বাড়ানোর মধ্যে দিয়ে”।

তিনি ইসলামিক ষ্টেটসহ জঙ্গী দমনে নেটোকে আরো কার্যকরী করার ওপর গুরুত্ব দেন। ইউক্রেন প্রসঙ্গে তিনি বলেন আমাদের উচিৎ রাশিয়াকে এ ব্যাপারে আরো জবাবদিহিমূলক হওয়ায় বাধ্য করা; বিশেষ করে মিনস্ক চুক্তি বাস্তবায়নে।

সম্মেলনের পাশাপাশি পেন্স বৈঠক করছেন জার্মান চ্যান্সেলর এ্যাঙ্গেলা মার্কেল, বেশ কয়েকজন পূর্ব ইউরোপীয়ন নেতা, আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি ও ইরাকী প্রধানমন্ত্রী হায়দার আল আবাদীর সঙ্গে।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরগেই ল্যাভ্রভ এবং যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস সম্মেলনে বক্তব্য রাখেন।

XS
SM
MD
LG