অ্যাকসেসিবিলিটি লিংক

রমজান মাসে মসজিদ খোলা থাকাতে আমেরিকায় মুসলমানরা ধন্য 


১২ই মে রমজান শেষ হচ্ছেI আমেরিকায় মুসলমানরা যে কোনো বাধা বিপত্তি পেরিয়ে রোজা করে থাকেনI তবে আগেকার বছরগুলির তুলনায় আজ মুসলমানরা মসজিদ খুলে দেয়ায়, নামাজ আদায় করতে পেরে নিজেদের ধন্য মনে করছেনI তারা জানান, প্রেসিডেন্ট বাইডেনের মুসলমানদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা তাকে মুসলমান সমাজের কাছে আরো আপন করে তুলেছেI

গত বছর এই রমজান মাসে করোনা মহামারীর কারণে মসজিদের দরজা বন্ধ ছিলI এখন সংক্রমণের হার পড়তে থাকায় এবং ভ্যাকসিন সুলভ হওয়ায় মাসজিদগুলি খুলে দেয়া হচ্ছেI মসজিদের ইমাম আসিফ হিরানি বলেন, এ বছর অল্প বয়সীরা মাসজিদে নামাজ আদায় করতে আসেন, যা তার মতে অত্যন্ত উৎসাহব্যঞ্জকI অন্যদিকে বয়োজ্যেষ্ঠরা সংক্রমিত হতে পারেন বা ছড়াতে পারেন সন্দেহে মসজিদে আসা থেকে বিরত থাকছেনI

XS
SM
MD
LG