অ্যাকসেসিবিলিটি লিংক

প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্র নৌবাহিনীর হেলিকপ্টার দুর্ঘটনায় পাঁচজনের প্রাণহানি


ফাইল ছবি, হরমুজ প্রণালীতে অভিযানে অংশরত MH 60S হেলিকপ্টার, ২১শে ডিসেম্বর, ২০১৮ -রয়টার্স
ফাইল ছবি, হরমুজ প্রণালীতে অভিযানে অংশরত MH 60S হেলিকপ্টার, ২১শে ডিসেম্বর, ২০১৮ -রয়টার্স

যুক্তরাষ্ট্রের নৌবাহিনী শনিবার জানিয়েছে যে, এ সপ্তাহের গোড়ার দিকে ক্যালিফোর্নিয়ার উপকূলে হেলিকপ্টার দুর্ঘটনার উদ্ধার অভিযানের সময়ে নিখোঁজ ৫ জন ক্রু সদস্যের মৃতদেহ পাওয়া গেছে।এক বিবৃতিতে নৌবাহিনী জানায়, "যুক্তরাষ্ট্র নৌবাহিনী, MH-60S হেলিকপ্টারে নিখোঁজ হওয়া ৫ জন ক্রু সদস্যকে মৃত বলে ঘোষণা করছে I যুক্তরাষ্ট্রের 3RD FLEET তাদের তল্লাশি ও উদ্ধার অভিযানকে পুনরুদ্ধার অভিযান হিসাবে ঘোষণা করছে "I

নৌবাহিনী সূত্রে জানানো হয়, হেলিকপ্টারটি USS ABRAHAM LINCOLN থেকে মঙ্গলবার নিয়মিত ফ্লাইটে উড্ডয়নের পর, সান দিয়েগো উপকূল থেকে ৬০ নটিক্যাল মাইল দূরে প্রশান্ত মহাসাগরে দুর্ঘটনায় বিধস্ত হয়I যুক্তরাষ্ট্র নৌবাহিনীর 3RD Fleet জানায়, একজন ক্রু সদস্যকে তারা উদ্ধার করতে সমর্থ হয়েছেI নৌবাহিনী জানায়, নিকট পরিজনদের কাছে না জানানো পর্যন্ত , ৫জন নিহত ক্রু সদস্যদের পরিচয় প্রকাশ করা হবে না। নৌ বাহিনী বলেছে দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছেI

রয়টার্স

XS
SM
MD
LG