অ্যাকসেসিবিলিটি লিংক

সমঝোতা না হ’লেও কিম 'প্রকৃত নেতা' বললেন ট্রাম্প 


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের মধ্যে কোন ধরনের সমঝোতা বা চুক্তি ছাড়াই ভিয়েতনামে অনুষ্ঠিত শীর্ষ সম্মেলন শেষ হলেও বস্তুত প্রেসিডেন্ট ট্রাম কোরিয়ার নেতার প্রতি বিরূপ মনভাব পোষণ করছেন না বরং কিমকে ‘রিয়্যাল লিডার’ বা প্রকৃত নেতা বলে মন্তব্য করেছেন। হ্যানয়ে অবস্থান কালে প্রেসিডেন্ট ফক্স টেলিভিশন নিউজ চ্যানেলকে যে সাক্ষাতকার দেন তা প্রচারিত হয় বৃহস্পতিবার। ঐ সাক্ষাতকারে তিনি কিমকে অত্যন্ত বুদ্ধিমান এবং অত্যন্ত তৎপর এক ব্যক্তি বলে অভিহিত করেছেন।

ট্রাম্প আরও বলেন, উত্তর কোরিয়া তাদের ওপর আরোপিত সব নিষেধাজ্ঞা তুলে নেওয়ার শর্ত দেয়ার ফলেই দু’দিনের সম্মেলনটি সমঝোতা ছাড়া শেষ হয়েছে।

উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রী রি ইয়ং হো বলেছেন, যুক্তরাষ্ট্র আগামীতে যতই আলোচনা করুক না কেন, কোরীয় উপদ্বীপের নিরস্ত্রীকরণের ক্ষেত্রে পিয়ংইয়ংয়ের শর্ত ও প্রস্তাব বদলাবে না।

জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে ও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জাই ইনের সঙ্গে আলোচনায় ট্রাম্প আশ্বাস দিয়েছেন যে উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনা চলমান থাকবে।

XS
SM
MD
LG