আমেরিকার কর্মকর্তারা জানিয়েছেন যে যুক্তরাষ্ট্রের ১শ জন সামরিক কর্মকর্তার নাম, ঠিকানা এবং ছবি সম্বলিত তথ্য উপাত্ত ইসলামিক ষ্টেট দল হাসিল করেছে এই মর্মে ইন্টারনেটে জংগীরা যে সংবাদ প্রকাশ করেছে তারা কোন ইংগিত পাওয়া যায়নি। এই খবর তারা প্রকাশ করেছে যাতে যুক্তরাষ্ট্রে যে ইসলামিক ষ্টেট দলের সমর্থক আছে তাদের হত্যাকান্ডে উতসাহিত করা যায়।
যুক্তরাষ্ট্রের এক প্রতিরক্ষা কর্মকর্তা ভয়েস অব অমেরিকাকে জানান যে তাদে কাছে সেনাদের নিরাপত্তা সব সময়ই গুরুত্ব পূর্ণ এবং নিজেদের সুরক্ষার জন্য সেনা সদস্যরা যেন সঠিক উপায় বেছে নেন সে বিষয়েও তারা উতসাহ দিয়ে থাকেন। তিনি বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় সামরিক বাহিনীর সদস্যদের বিরুদ্ধে যেকোন হুমকীই অত্যন্ত গুরুত্বর সংগে দেখে থাকে।
প্রতিরক্ষা কর্মকর্তা জানিয়েছেন যে আমেরিকার সরকারী ওয়েবসাইট জংগীরা হ্যাক করেছে এবং তা সর্বসাধারণের জন্য উন্মুক্ত বলে যে খবর প্রকাশিত হয়েছে তা সঠিক নয়।