অ্যাকসেসিবিলিটি লিংক

উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনার ব্যাপারে যুক্তরাষ্ট্র একটা নতুন আগ্রহ দেখাচ্ছে


উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনা করার ব্যাপারে যুক্তরাষ্ট্র একটা নতুন আগ্রহ দেখাচ্ছে। কিন্তু তবুও অদূর ভবিষ্যতে কোরীয় উপদ্বীপে পারমানবিক সঙ্কটের একটা শান্তিপূর্ণ সমাধানের ব্যাপারে প্রশ্ন রয়েছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসান রবিবার বলেছেন তিনি উত্তর কোরিয়ার সঙ্গে যোগাযোগের পথ উন্মুক্ত রাখতে চান। তিনি বলেন কিমজং উনের সরকার আলোচনার জন্য প্রস্তুত সে রকম একটা ইঙ্গিতের অপেক্ষায় আছেন।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুনজাই ইন অলিম্পিকস খেলার ব্যাপারে উত্তর কোরিয়ার সঙ্গে একটা সমঝোতার পর, পিয়ংইয়ং এর সঙ্গে শর্তহীন আলোচনার বিষয়ে, প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এর প্রশাসনের কাছ থেকে তাদের মননভাবে পরিবর্তন এসেছে।

XS
SM
MD
LG