অ্যাকসেসিবিলিটি লিংক

প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন তিনি আশা করছেন উত্তর কোরিয়ার নেতার সঙ্গে মে মাসে বা জুন মাসের গোড়ার দিকে প্রস্তাবিত বৈঠক অনুষ্ঠিত হবে


প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন তিনি আশা করছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে মে মাসে বা জুন মাসের গোড়ার দিকে প্রস্তাবিত বৈঠক অনুষ্ঠিত হবে।

এর আগে ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তা এই খবর নিশ্চিত করেছেন যে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের কোরীয় উপদ্বীপের পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনার জন্য আগ্রহী।

গত মাসে উত্তর কোরিয়া যখন প্রথম শীর্ষ সম্মেলনের প্রস্তাব দেয়, তার পর এই প্রথম প্রকৃত ইঙ্গিত পাওয়া যায় যে কিম প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এর সঙ্গে সাক্ষাৎ করতে ইচ্ছুক।

ট্রাম্প বলেছেন তিনি মে মাস শেষ হওয়ার আগে কিমের সঙ্গে সাক্ষাৎ করতে চান। কোথায় আলোচনা হবে বা আলোচ্যসূচী কী সহ আলোচনার খুঁটিনাটি এখনও স্পষ্ট নয়।

কিন্তু আমেরিকান কর্মকর্তারা বলেছেন ওয়াশিংটন ও পিইয়ংইয়ং এর মধ্যে গোপনে সংযোগ হয়েছে।

XS
SM
MD
LG