অ্যাকসেসিবিলিটি লিংক

সিউল বলেছে যুক্তরাষ্ট্র-উত্তর কোরিয়া, যত শীঘ্রই সম্ভব, দ্বিতীয় শীর্ষ সম্মেলন করার বিষয়ে একমত হযেছে


U.S. Secretary of State Mike Pompeo talks with South Korean President Moon Jae-in during their meeting at the presidential Blue House in Seoul, South Korea, Oct. 7, 2018.
U.S. Secretary of State Mike Pompeo talks with South Korean President Moon Jae-in during their meeting at the presidential Blue House in Seoul, South Korea, Oct. 7, 2018.

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের দফতর থেকে রবিবার বলা হয়েছে যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পমপেও এবং উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন, যত শীঘ্রই সম্ভব দ্বিতীয় যুক্তরাষ্ট্র-উত্তর কোরিয়া শীর্ষ সম্মেলন আয়োজন করার বিষয়ে একমত হযেছেন।

পমপেও উত্তর কোরিয়া সফরের পর, সিউলে পৌছনোর পরপরই রবিবার ওই ঘোষণা করা হয়। পমপেও চতুর্থবারের মত উত্তর কোরিয়া সফর করেন এবং সেখানে কিমের সঙ্গে সাক্ষাৎ করেন।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জাই ইনের দফতর থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, পরবর্তী শীর্ষ সম্মেলনের স্থান তারিখ নির্ধারণের লক্ষ্যে, আলোচনা অব্যাহত রাখার ব্যাপারে পমপেও বলেছেন যুক্তরাষ্ট্র এবং উত্তর কোরিয়া একমত হয়েছে।

মুন পমপেওকে তাঁর সফরের জন্য ধন্যবাদ জানান এবং কিম ও প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের মধ্যে সম্ভাব্য আসন্ন শীর্ষ সম্মেলনের জন্য শুভেচ্ছা জানান। দুই নেতা গত জুন মাসে সিঙ্গাপুরে বৈঠক করেন।

XS
SM
MD
LG