অ্যাকসেসিবিলিটি লিংক

গাজায় প্রতিবাদ সত্বেও যুক্তরাষ্ট্র জেরুসালেমে দূতাবাস খুলেছে


U.S. Ambassador to Israel David Friedman sits next to White House Senior Advisor Jared Kushner as he speaks during the dedication ceremony of the new U.S. embassy in Jerusalem, May 14, 2018. REUTERS
U.S. Ambassador to Israel David Friedman sits next to White House Senior Advisor Jared Kushner as he speaks during the dedication ceremony of the new U.S. embassy in Jerusalem, May 14, 2018. REUTERS

যুক্তরাষ্ট্র আজ আনুষ্ঠানিক ভাবে তাদের দূতাবাস তেল আভিভ থেকে জেরুসালেমে স্থানান্তরিত করেছে। ওদিকে ইসরায়েলী বাহিনী গাজা ভূখন্ডের সীমান্তে গুলি করে অন্তত ৫২জন ফিলিস্তিনীকে হত্যা করেছে। সংঘর্ষে শত শত ফিলিস্তিনী আহত হয়েছে।

Palestinians run for cover from tear gas fired by Israeli forces near the border between the Gaza strip and Israel east of Gaza City, May 14, 2018, as Palestinians protest over the inauguration of the US embassy following its controversial move to Jerusal
Palestinians run for cover from tear gas fired by Israeli forces near the border between the Gaza strip and Israel east of Gaza City, May 14, 2018, as Palestinians protest over the inauguration of the US embassy following its controversial move to Jerusal

সহিংস প্রতিবাদ বিক্ষোভ থেকে ১০০ কিলোমিটারের কম দুরত্বে আমেরিকান ও ইসরায়েলী কর্মকর্তারা জেরুসালেমে সমবেত হন আমেরিকান দূতাবাস উদ্বোধনের জন্য। গত ডিসেম্বর মাসে আমেরিকান প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প, দীর্ঘ দিনের আমেরিকান নীতি পাল্টে এবং বিশ্বের সরকার সমূহকে অবজ্ঞা করে দূতাবাস, তেল আভিভ থেকে জেরুসালেমে স্থানান্তরনের সিদ্ধান্ত নেন। ইসরায়েলে অধিকাংশ দেশের দূতাবাস তেল আভিভে অবস্থিত।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত আমেরিকান প্রতিনিধি দলে আছেন ট্রাম্পের কন্যা ইভাঙ্কা ট্রাম্প এবং জামাতা ও হোয়াইট হাউসের উপদেষ্টা জ্যারেড কুশনার।

সোমবার গাজা ভূখন্ডের সীমান্তে হাজার হাজার মানুষ সমবেত হয় প্রতিবাদ জানানোর জন্য। গাজা’র স্বাস্থ্য কর্মকর্তারা বলেছেন অন্তত ৫০০ মানুষ আহত হয়েছে। বহু মানুষ বন্দুকের গুলিতে আহত হয়েছে। গত ৬ সপ্তাহে প্রতিবাদ বিক্ষোভে ৬০জনের বেশি ফিলিস্তিনী ইসরায়েলী বাহিনীর হাতে নিহত হয়।

তাজা গুলি ব্যবহারের জন্য সমালোচকরা ইসরায়েলী বাহিনীকে দোষারোপ করে। ওদিকে ইসরায়েল বলছে সীমান্তে নিরাপত্তা রক্ষার জন্য তাদের ওই ব্যবস্থা নিতে হয়েছে।

XS
SM
MD
LG