অ্যাকসেসিবিলিটি লিংক

পাকিস্তানে ড্রোন হামলা নিয়ে এ্যামনেস্টির রিপোর্ট


বৃটেন ভিত্তিক অধিকার গোষ্ঠী এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল – পাকিস্তানে ড্রোন উড়ো জাহাজের অভিযান নিয়ে গোপনীয়তা বন্ধ করতে বলে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে ।
আজ মঙ্গলবার প্রকাশিত রিপোর্টে এ্যামনেস্টী বলেছে – দেখে শুনে মনে হচ্ছে যুক্তরাষ্ট্র মারাত্মক রকমের মানবাধিকার লংঘন করেছে – যা কিনা এমোনকি যুদ্ধাপরাধও হয়ে দাঁড়াতে পারে । এ্যামনেস্টির রিপোর্টে দেখা গিয়েছে – ২ হাজার ১২র জানুয়ারি থেকে নিয়ে ২ হাজার ১৩র আগস্ট অবধি সময়ে পাকিস্তানের উত্তরাঞ্চলবর্তী ওয়াযিরিস্তানের উপযাতি এলাকায় মানুষবিহিন উড়ো জাহাজের ক্ষেপনাস্ত্র হামলা হয়েছে ৪৫ বার । বলা হয় - একটি হামলায় ৬৮ বছরের দাদি-নানী বয়সি এক মহিলা বাগানে সবজি তোলার সময় ঐ ড্রোনের আঘাতে মারা যান । রিপোর্টে বলা হয় আরেক হামলায় রাতে খেতে বসে ঐ ড্রোনের আঘাতে প্রাণ হারান ১৮ জন শ্রমিক মজদুর ।
এসব ড্রোন হামলার ব্যাপারে যুক্তরাষ্ট্রের তরফে সাধারণ্যে তথ্য তেমন কিছুই প্রকাশ করা হয়নি – শুধু এটুকুই বলা হয়েছে , খুবই সতর্কতার সঙ্গে এ সবের পরিকল্পনা করা হয় এবং আল কায়েদার বড়ো সড়ো সদস্যবর্গ এতে করে মারা পড়েছে ।
XS
SM
MD
LG