অ্যাকসেসিবিলিটি লিংক

আমেরিকান দূতাবাসের গাড়ির ধাক্কায় এক মোটর সাইকেল চালক নিহত, পাকিস্তান প্রতিবাদ জানিয়েছে


Pakistani journalists examine a car of American diplomate parked inside a police station after an accident in Islamabad, April 7, 2018.
Pakistani journalists examine a car of American diplomate parked inside a police station after an accident in Islamabad, April 7, 2018.

পাকিস্তান বলেছে আমেরিকান দূতাবাসের গাড়ির সঙ্গে এক মোটর সাইকেল চালকের দুর্ঘটনা ও তার মৃত্য্যুর প্রেক্ষিতে, কঠোর প্রতিবাদ জানানোর জন্য তারা আমেরিকার রাষ্ট্রদূত ডেভিড হেলকে ডেকে পাঠিয়েছেন।

পাকিস্তানের এক সরকারি বিবৃতিতে বলা হয় পররাষ্ট্রমন্ত্রী এই বার্তা পৌছে দেন যে দেশের আইন অনুসারে এবং ১৯৬১ সালের কূটনৈতিক সম্পর্ক বিষয়ে ভিয়েনা চুক্তি অনুযায়ী বিচার হবে।

ভিডিওতে দেখা যায় আমেরিকান কূটনীতিককে বহনকারী একটি গাড়ি ট্রাফিক লাইট লাল থাকা সত্বেও থামেনি এবং তারপর মোটর সাইকেলে ধাক্কা লাগায়। ওই দুর্ঘটনায় আরেক ব্যক্তি আহত হন।

ইসলামাবাদে যুক্তরাষ্ট্র দূতাবাস মৃত ব্যক্তির পরিবারের ও আহত ব্যক্তিদের জন্য গভীর সমবেদনা প্রকাশ করে। দূতাবাসের কর্মকর্তারা স্থানীয় কর্তৃপক্ষ যারা দুর্ঘটনা তদন্ত করছে তাদের সঙ্গে সহযোগিতা করছে।

XS
SM
MD
LG