অ্যাকসেসিবিলিটি লিংক

অভিশংসনের তদন্তের বিষয়ে সাক্ষ্য দিচ্ছেন মারিও ইয়োভানোভিচ


যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ইউক্রেনে নিযুক্ত আমেরিকার সাবেক রাষ্ট্রদূতের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসনের তদন্তের বিষয়ে এখন সাক্ষ্য দিচ্ছেন। তবে শুক্রবারের আগে কমিটি সাথে মারিও ইয়োভানোভিচের বৈঠকের বিষয়টি নিশ্চিত ছিল না।

ট্রাম্পের ডনাল্ড ট্রাম্পের আইনজীবী রুডি জুলিয়ানি মারিও ইয়োভানোভিচের বিরুদ্ধে প্রেসিডেন্টকে খাটো করে দেখার চেষ্টা করার অভিযোগ আনেন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষঐ কূটনীতিককে মে মাসে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল।

হোয়াইট হাউস অভিশংসন তদন্তকে "অসাংবিধানিক" বলে তদন্তে অংশ গ্রহণে অস্বীকৃতি জানিয়েছে।

ট্রাম্প অবশ্য বলাঅব্যাহত রেখেছেন যে ২৫শে জুলাই ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলডোমির জেলেনস্কির সাথে তার ফোনে কথা হয়েছিলকিন্তু তা ক্ষতি কারক নয়। ঐ ফোন কলকে কেন্দ্র করেই অভিশংসন তদন্তে প্রশ্ন উঠেছে।


XS
SM
MD
LG