অ্যাকসেসিবিলিটি লিংক

আমেরিকার নির্বাচনী জরীপে বার্নী সেন্ডারস মিস ক্লিন্টনের থেকে এগিয়ে


২০১৬ সালে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন সংক্রান্ত নতুন এক রাজনৈতিক জরীপে দেখা যাচ্ছে যে আইওয়া রাজ্যে ডেমোক্রেটিক দলের বার্নী সেন্ডারস সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারী ক্লিন্টনের থেকে সামান্য এগিয়ে আছেন। ফেব্রুয়ারি মাসে আইওয়াবাসী ভোট দিয়ে ডেমোক্রেটিক দলের প্রার্থী নির্বাচন করবেন।

বৃহস্পতিবার কুইনিপেক বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত সমীক্ষায় দেখা যাচ্ছে যে ঐ রাজ্যের ডেমোক্রেটিক ভোটারদের ৪১ শতাংশ স্যান্ডার্সকে এবং ৪০ শতাংশ মিস ক্লিন্টনকে সমর্থন করছেন।

দু’মাস আগেও আইওয়া রাজ্যে মিস ক্লিন্টন ১৯ পয়েন্টে অগ্রবর্তী অবস্থানে ছিলেন। ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন, এখনও প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী নন কিন্তু তা সত্ত্বেও তাকে সমর্থন করেছে ১২ শতাংশ ভোটার।

XS
SM
MD
LG