অ্যাকসেসিবিলিটি লিংক

ওবামা-হিলারী'র পররাষ্ট্র নীতির সরাসরি ফলাফল হচ্ছে ইসলামিক স্টেটের বেড়ে ওঠা: ডনাল্ড ট্রাম্প


যুক্তরাষ্ট্রে রিপাবলিকান দলের প্রেসিডেন্ট পদ প্রার্থী ডনাল্ড ট্রাম্প সোমবার তাঁর বৈদেশিক নীতি বিষয়ক পরিকল্পনার একটা রূপরেখা প্রকাশ করেছেন। ঐ পরিকল্পনায় তিনি বৈদেশিক নীতিতে বাস্তবতার আহ্বান জানান এবং তাতে আমেরিকার মতাদর্শে অন্যান্য দেশকে গড়ার চাইতে ইসলামিক স্টেট চরমপন্থীদের ও অন্যান্য উগ্রবাদী গ্রুপগুলোকে ধ্বংস করে ফেলার উপর জোর দেন।

ওহাইয়ো রাজ্যে দেয়া ভাষণে ডনাল্ড ট্রাম্প বলেন, কোন দেশের সঙ্গে পূর্বে যত বিরোধই থাকুক না কেন, যারা উগ্রবাদী ইসলামিক সন্ত্রাসবাদকে পরাজিত করতে চায় তাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের জোট গড়ে তোলা প্রয়োজন। তিনি বলেন,

“প্রেসিডেন্ট বারাক ওবামা এবং তার প্রথম মেয়াদের পররাষ্ট্র মন্ত্রী হিলারী ক্লিনটনের পররাষ্ট্র নীতির সরাসরি ফলাফল হচ্ছে ইসলামিক স্টেটের বেড়ে ওঠা”

ওদিকে, ডেমোক্রাটিক দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি ক্লিন্টান,ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে আজ সোমবার পেনসিলভেনিয়ায় নির্বাচনী প্রচার অভিযানে গেছেন। সেখানে তাঁরা, ডনাল্ড ট্রাম্পের কড়া সমালোচনা করেন।

XS
SM
MD
LG