মঙ্গলবার যুক্তরাষ্ট্রে হাতে গোনা কয়েকটি অতীব গুরুত্বপূর্ণ নির্বাচনের ভোট হচ্ছে । এর মধ্যে রয়েছে নিউ ইয়র্কের মেয়রের পদের নির্বাচন – রয়েছে পার্শ্ববর্তী নিউ জার্সির গভর্ণরের পদের ভোটাভুটি । যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের পর, এক বছরের মধ্যে সারাদেশে অনেক ক’টি নির্বাচন হয় না । তবে দেশের পূর্বাংশে অবস্থিত নিউ জার্সি ও ভার্জিনিয়াতে এখন গভর্ণর নির্বাচনে ভোট হচ্ছে – ভোট হ’চ্ছে নিউ ইয়র্ক , এ্যাটল্যান্টা , বসটন , হিউস্টান ও মায়ামির মতো বড়সড় গুরুত্বপূর্ণ শহর নগরীর মেয়র পদের নির্বাচন । নিউ ইযর্কের পার্শ্ববর্তী রাজ্য নিউ জার্সিতে রেপাবলিকান দলের গদ্দীনশীন গভর্ণর ক্রিস ক্রীস্টি সহজেই পূনঃনির্বাচিত হবেন বলেই ধরণা করা হচ্ছে । ভার্জিনিয়ায় রেপাবলিকান দলের রক্ষণশীল প্রার্থী এ্যাটর্নী জেনারেল কেন কুচিনেলী জোর প্রতিদ্বন্দ্বীতায় নেমেছেন গভর্ণর পদের জন্যে ব্যবসাপতি টেরী ম্যাকলিফের বিপরীতে । এক বছর পর যুক্তরাষ্ট্রে কংগ্রেসের, প্রতিনিধি পরিষদের ৪ শ’ ৩৫ আসনের সব কটিতেই ভোট হবে । তখনকার পরিস্থিতি কি দাঁড়াতে পারে তারই কিছুটা আন্দাজ পাবার জন্যে রাজনৈতিক বিশ্লেষকেরা এখন এইসব গভর্ণর ও মেয়র নির্বাচনের ভোটাভুটি ও ফলাফল পানে নজর রাখছেন ।