অ্যাকসেসিবিলিটি লিংক

সাউথ ক্যারোলাইনার ডেমোক্র্যাটিক পার্টীর মনোনয়ন বাছাই পর্বে হিলারী ক্লিনটন জিতলেন বড়ো মাপে


গতকাল শনিবার যুক্তরাষ্ট্রের দক্ষিনপূর্বাঞ্চলবর্তী সাউথ ক্যারোলাইনা রাজ্যে ডেমোক্র্যাটিক পার্টীর প্রেসিডেন্ট নির্বাচন পুর্ব প্রার্থী মনোনয়ন বাছাই পর্বের ভোটাভুটিতে বিরাট ব্যবধানে জয়ি হয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারী ক্লিনটন। তাঁর বিপরিতে প্রতিদ্বন্দী ছিলেন ভারমন্টের সেনেটর বার্নী স্যান্ডার্স।জয়ি হয়েছেন জানবার পর হিলারী সমর্থকদেরকে ধন্যাবাদ জানান।সার্বিকভাবে,সাউথ ক্যারোলাইনা রাজ্যের ঐ ভোটাভুটিতে ভোটার উপস্থিতি কিছু ক্ষীন হলেও ভোটদাতাদের ষাইট শতাংশই ছিলেন কৃষ্নাঙ্গ ভোটার এবং তাঁদের বিপুল সংখ্যাধিক্য অংশ ভোট দেন হিলারীকে।বার্নী স্যান্ডার্স কিন্তু হাল ছাড়ছেন না এখনো।চেয়ে রয়েছেন সুপার Tuesday-র ভোটের পানে।মঙ্গলবারের ঐ ভোট হবে একযোগে প্রায় ডজন খানেক রাজ্যে।ডনাল্ড ট্রাম্পের ক্ষূরধার বক্তব্য-বয়ান চলছে এন্তার। সুপার Tuesday-র ভোটের পানে চেয়ে রয়েছেন রেপাবলিকান দলের মনোনয়ন প্রত্যাশীরা অন্যান্যেরাও। বিভিন্ন স্থানে, বিভিন্ন অনুষ্ঠানে-বিতর্কে অগ্রবর্তী প্রার্থী ডনাল্ড ট্রাম্প আর সেই সঙ্গে সেনেটর মার্কো রুবিও আর সেনেটর টেড ক্রুয তীক্ষ্ণ বাক্যবানে আঘাত হেনে চলেছেন একে অন্যের প্রতি।

সরকার কবীরুদ্দীন শোনাচ্ছেন ভয়েস অফ এ্যামেরিকার রিপোর্ট:

please wait
Embed

No media source currently available

0:00 0:01:39 0:00

XS
SM
MD
LG