অ্যাকসেসিবিলিটি লিংক

আমেরিকা উত্তর কোরিয়ায় বিশেষ দূত পাঠাবে



যুক্তরাষ্ট্র বলছে, তারা উত্তর কোরিয়ার একটি কারাগারে আটক কোরিয়ান বংশদ্ভুত যুক্তরাষ্ট্রের নাগরিক ক্যানেথ বে’র মুক্তির বিষয়ে সেখানে বিশেষ দূত প্ররণ করবে। ৪৫ বছর বয়সী ক্যানেথ বে, সোমবার সংবাদিকদের উপস্থিতিতে ভিডিওতে রেকর্ডকরা এক বার্তার মাধ্যমে তার মুক্তির জন্য ওয়াশিংটনকে আরো কিছু করার অনুরোধ জানান।

সোমবার নাম প্রকাশে অনিচ্ছুক ওবামা প্রশাসনের এক কর্মকর্তা সাংবাদিকদের জানান যে তার ভাষায় “আমরা বে’র মুক্তির জন্য রাষ্ট্রদূত রবার্ট কিংকে পিয়ংইয়াংএ পাঠাতে চেয়েছি। আমরা উত্তর কোরিয়াকে বিষয়টি অবগত করেছি এবং আমরা তাদের উত্তরের অপেক্ষায় রয়েছি।”

আগষ্ট মাসে মিঃ কিং, বে’র মুক্তির জন্য যে পদক্ষেপ নেন পিয়ংইয়ান তা নাকোজ করে দেয়। ২০১২ সাল থেকে ক্যানেথ বেকে আটক রাখা হয়েছে। তার বিরুদ্ধ অভিযোগ যে তিনি যে পর্যটক দলের নেতৃত্ব দেন তা সরকার উতখাত করার ষড়যন্ত্রের পরিকল্পনার সংগে জড়িত ছিল।

নিরাপত্তা বেষ্টিত বে কোরিয়ান ভাষায় সাংবাদিকদের জানান, যত শিঘ্রী সম্ভব তিনি তাঁর পরিবারের মাঝে ফিরে আসতে চান এবং আশা করছেন যে আমেরিকা তাকে সাহায্য করবে।
XS
SM
MD
LG