অ্যাকসেসিবিলিটি লিংক

হিলারী-ট্রাম্প প্রথম বিতর্ক অনুষ্ঠিত


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারী ক্লিনটন এবং রিপাবলিকান পার্টির প্রার্থী ডনাল্ড ট্রাম্পের মধ্যে প্রথম বিতর্ক অনুষ্ঠিত হয়েছে।

নিউইয়র্কের হফসট্রা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত এই বিতর্কের সঞ্চালনায় ছিলেন এনবিসি’র সাংবাদিক Lester Holt.

বিতর্কের শুরু হয় যুক্তরাষ্ট্রের অর্থনীতি প্রসঙ্গে। এবিষয়ে প্রথমে হিলারী ক্লিনটন তার বক্তব্য তুলে ধরেন। এরপর কথা বলেন ডনাল্ড ট্রাম্প। এ বিষয়ে তারা কর্মসংস্থান সৃষ্টি ও ট্যাক্সসহ নানা বিষয়ে কথা বলেন।

এরপর দুই প্রার্থী অভিবাস, নিরাপত্তা, অস্ত্র নিয়ন্ত্রন, সন্ত্রাসবাদ ও আর্ন্তজাতিক রাজনীতিসহ নানা বিষয়ে কথা বলেন। এছাড়া দুই প্রার্থী ই-মেইল ও ট্যাক্সের মত ব্যক্তিগত আলোচিত বিষয় নিয়েও কথা বলেন।

৯০ মিনিটের এই বিতর্কটি সবচেয়ে বেশী সংখ্যক মানুষ দেখেছেন এবং শুনেছেন বলে ধারনা করা হচ্ছে। সাম্প্রতিক জনমত সমীক্ষায় দুই প্রার্থীর পক্ষে কাছাকাছি জনসমর্থন লক্ষ্য করা যাচ্ছে।

XS
SM
MD
LG