অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রের কারাগারে করোনা সংক্রমণের ঝুঁকি


যুক্তরাষ্ট্রের কারাগারগুলিতে রয়েছে বিশ্বের সর্ববৃহৎ কারাগার জনগোষ্ঠী, সংখ্যায় যা ২০ লক্ষ ৩০ হাজারের মতোI সেই বিশাল সংখ্যক কারাবন্দিরা এখন ব্যাপক করোনা সংক্রমণের ঝুঁকির মুখেI ওহায়ো রাজ্যের মারিওন কারাগারই হচ্ছে যুক্তরাষ্ট্রে সবচাইতে ব্যাপক সংক্রমিত কারাগার, যেখানে ২৫০০ কারাবন্দীদের ৭৫% আজ সংক্রমণের শিকারI শুধু তাই নয় কারাগারের ১৭৫ জন কর্মীও সংক্রমিত হয়েছেনI জনাকীর্ণ এসব কারাগারে সামাজিক দূরত্ব পালন করা অসম্ভব বলে জেল কর্তৃপক্ষ জানানI

সাউথ ডেকোটায় ৩০ বছর বয়সী একজন গর্ভবতী আদিবাসী আমেরিকান মহিলার মৃত্যু হলে সংক্রমণের ঝুঁকির কথা ছড়িয়ে পড়েI C- Section করে তাঁর শিশু ভুমিষ্ট হলেও, করোনা সংক্রমণে আন্দ্রেয়া নামের ঐ মহিলার মৃত্যু হয়I

XS
SM
MD
LG