অ্যাকসেসিবিলিটি লিংক

সৌদি আরব থেকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র


সৌদি আরবের আল খারজ'র কাছে, প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে মোতায়েনরত প্যাট্রিয়ট মিসাইল ব্যাটারী'র কাছে দাঁড়িয়ে যুক্তরাষ্ট্র বিমান বাহিনীর এক সদস্য, ফাইল ছবি, ২০শে ফেব্রুয়ারী, ২০২০/এপি
সৌদি আরবের আল খারজ'র কাছে, প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে মোতায়েনরত প্যাট্রিয়ট মিসাইল ব্যাটারী'র কাছে দাঁড়িয়ে যুক্তরাষ্ট্র বিমান বাহিনীর এক সদস্য, ফাইল ছবি, ২০শে ফেব্রুয়ারী, ২০২০/এপি

যুক্তরাষ্ট্র, সাম্প্রতিক সপ্তাহগুলিতে সৌদি আরব থেকে তাদের সবচাইতে আধুনিক মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা এবং প্যাট্রিয়ট ব্যাটারী সরিয়ে নিয়েছেI যদিও এসোসিয়েটেড প্রেসের তোলা স্যাটেলাইট ছবিতে দেখানো হয়েছে যে, সৌদি আরব এখনো ইয়েমেনের হুথিদের অব্যাহত হুমকির মুখেI আমেরিকার উপসাগরীয় মিত্ররা উদ্বেগের সঙ্গে কাবুলের অবরুদ্ধ বিমানবন্দর থেকে শেষ মুহূর্তের উদ্ধার প্রক্রিয়াসহ, আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সেনাদের প্রত্যাহারের দৃশ্য দেখার মাঝেই, রিয়াদের বাইরে অবস্থিত প্রিন্স সুলতান বিমানঘাঁটি থেকে প্রতিরক্ষা ব্যবস্থা অপসারণ সম্পন্ন হয়I

ইরানের শক্তির বিরুদ্ধে ভারসাম্য রাখতে, সারা উপসাগরীয় এলাকায় যুক্তরাষ্ট্রের লক্ষ লক্ষ সেনা মোতায়েনরত থাকলেও, উপসাগরীয় আরব দেশগুলি যুক্তরাষ্ট্রের পরিকল্পনা নিয়ে উদ্বিগ্নI ইরানের সঙ্গে বিশ্ব শক্তিবর্গের ভেঙে পড়া পরমাণু চুক্তি পুনরুদ্ধারের নিমিত্ত, ভিয়েনার আলোচনা থেমে থাকায় চরম উত্তেজনা বিরাজ করছে , যা এই অঞ্চলের ভবিষ্যতের আলোচনার ক্ষেত্রে বিপদের ঝুঁকি বাড়িয়ে তুলছেI

প্রিন্স সুলতান বিমান ঘাঁটিটি, রিয়াদের ৭০ মাইল দক্ষিণ পূর্বে অবস্থিত I ২০১৯ সালে দেশটির তেল উৎপাদনের কেন্দ্র লক্ষ্য করে মিসাইল ও ড্রোন হামলা পরিচালিত হলে, যুক্তরাষ্ট্র সেখানে হাজার হাজার সেনা মোতায়েন করেI বিশেষজ্ঞদের মতে এবং ধ্বংসস্তূপ থেকে পাওয়া আলামতে প্রতীয়মান হয় যে, হুথি বিদ্রোহীরা এই হামলার কৃতিত্ব দাবি করলেও, ইরান সেই হামলা চালিয়েছে I তেহরান এই হামলা চালানোর কথা অস্বীকার করলেও, পরবর্তীতে জানুয়ারী মাসে আধাসামরিক বাহিনীর মহড়ায় ইরানকে ওই একই ধরণের ড্রোন ব্যবহার করতে দেখা যায়I

পেন্টাগনের মুখপাত্র, জন কিরবি এসোসিয়েটেড প্রেসের প্রশ্নের মুখে, কতিপয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হস্তান্তরের কথা স্বীকার করেন I তিনি জানান, যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের মিত্রদের প্রতি বৃহত্তর ও দৃঢ় প্রতিশ্রুতি বজায় রেখে চলেছে I জন কিরবি বলেন, "প্রতিরক্ষা দপ্তর মধ্যপ্রাচ্যে লক্ষ লক্ষ সেনা মোতায়েন অব্যাহত রেখেছে এবং সেখানে আমাদের শক্তিশালী সেনাদের অবস্থানের মাধ্যমে আমরা সর্বাধুনিক আকাশ ও নৌবাহিনীর ক্ষমতার ব্যবহারে সমর্থ হবোI

এসোসিয়েটেড প্রেসের কাছে পাঠানো বিবৃতিতে সৌদি পররাষ্ট্র দপ্তর যুক্তরাষ্ট্রের মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা অপসারণের কথা স্বীকার করলেও, যুক্তরাষ্ট্রের সঙ্গে সৌদি আরবের সম্পর্ককে মজবুত, দীর্ঘস্থায়ী ও ঐতিহাসিক বলে আখ্যায়িত করে I

XS
SM
MD
LG